• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

উন্নয়নশীল দেশ গঠনে এক হয়ে কাজ করতে হবে:ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি

প্রকাশ:  ২৮ মার্চ ২০২২, ১২:১৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হতে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। বঙ্গবন্ধুর স্বাধীনতা অর্জনের চেতনা বুকে ধারণ করে শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নশীল বাংলাদেশ গঠনে সকলকে এক হয়ে কাজ করতে হবে। সকল উন্নয়নের চালিকা শক্তি সময়োপযোগী শিক্ষা। তাই বর্তমান আওয়ামী লীগ সরকার শিক্ষাখাতকে অগ্রাধিকার প্রদান করেছে। সারাদেশের ন্যায় কচুয়ার সকল প্রাথমিক বিদ্যালয়ে নতুল একাডেমিক ভবন নির্মাণের কাজ চলছে। শিক্ষার্থীদের বিনামূল্য বই দেয়ার পাশিপাশি উপবৃত্তি প্রদান করা হচ্ছে। আমি যতদিন বাঁচবো সাধ্যানুযায়ী কচুয়ার মানুষের কল্যাণে কাজ করে যাবো। ন্যায্য সেবক হিসেবে জীবনের শেষ দিন পর্যন্ত কচুয়ার মানুষের সেবা করে যাবো।
তিনি ২৬ মার্চ শনিবার কচুয়া উপজেলার ৮০নং ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবনের  উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে উপরোক্ত কথা বলেন। ইউপি চেয়ারম্যান মোঃ আমির হোসেনের সভাপতিত্বে ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডঃ হেলাল উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির, প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম, চাঁদপুর জেলা পরিষদ সদস্য রওনক আরা রতœা, সাবেক ভাইস চেয়ারম্যান কামরুন নাহার, সালমা শহীদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহাগ উদ্দিন, সাবেক সভাপতি ইঞ্জিঃ ইব্রাহীম খলিল বাদল, সাধারণ সম্পদক এসএম জাকির হোসেন সবুজ প্রমুখ।
একই দিন তিনি ইসলামপুরে অবস্থিত ড. জালাল আলমগীর স্মৃতি পাঠাগারের উন্নয়ন কাজ পরিদর্শন করেন। আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী-সমর্থকসহ বিপুল সংখ্যক জনগণ উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

সর্বাধিক পঠিত