• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

২ এপ্রিল চাঁদপুর জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন সভাপতি পদে ৪ ও সাধারণ সম্পাদক পদে ৪ জনের মনোনয়নপত্র দাখিল

প্রকাশ:  ২৮ মার্চ ২০২২, ১২:১৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 আগামী ২ এপ্রিল চাঁদপুর জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন-২০২২ সকাল ১০টায় চাঁদপুর শহরের বিপণীবাগ পার্টি হাউজে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি আবুল খায়ের ভূঁইয়া এবং বিশেষ অতিথি হিসেবে বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা বিশ^বিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকন উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
বহুল প্রত্যাশিত এ কাউন্সিলকে ঘিরে জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সরগরম হয়ে উঠেছে। জেলা ও উপজেলা পর্যায়ে বিএনপি-শিবিরে আলোচনা-এই কাউন্সিলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের নেতৃত্বে কারা আসছেন। এবারের জেলা সম্মেলন শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় সম্পন্ন করার জন্যে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।
সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় কাউন্সিলরদের ভোটে নেতা নির্বাচন করা হবে। জেলা বিএনপি কার্যালয়ে প্রকাশ করা হয়েছে ভোটারের তালিকা। সম্মেলনে মোট ভোটার সংখ্যা ১৫১৫ জন।
২৬ মার্চ স্বাধীনতা দিবসের দিন সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কারা প্রার্থী হবেন তাদের মাঝে মনোনয়নপত্র বিতরণ করা হয়। এদিন অনুসারীদের নিয়ে সশরীরে উপস্থিত হয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থীরা নিজে কিংবা প্রতিনিধি মারফত মনোনয়নপত্র সংগ্রহ করেন।
গতকাল ২৭ মার্চ ছিল মনোয়নপত্র জমা দেওয়ার দিন। সকাল থেকে দুপুর পর্যন্ত যে ৮জন প্রার্থী মনোয়নপত্র নিয়েছিলেন, তারা প্রত্যেকেই নির্ধারিত সময়ের আগেই সেটি জমা দিয়েছেন। এ তথ্য নিশ্চিত করেন জেলা বিএনপির আসন্ন কাউন্সিলে গঠিত নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডঃ মোঃ শামছুল ইসলাম মন্টু।
তিনি জানান, সভাপতি পদে ৪ জন ও সাধারণ সম্পাদক পদে ৪ জনসহ মোট ৮ জন নেতা তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন : সভাপতি পদে শেখ ফরিদ আহমেদ মানিক, ইঞ্জিঃ মমিনুল হক, মাহবুবুর রহমান শাহীন ও এসএম কামাল উদ্দিন চৌধুরী। সাধারণ সম্পাদক পদে অ্যাডঃ সলিম উল্লাহ সেলিম, দেওয়ান মোঃ সফিকুজ্জামান, মোস্তফা খান সফরি ও কাজী গোলাম মোস্তফা।
আজ ২৮ মার্চ প্রার্থীদের মনোয়নপত্র যাচাই বাছাই ও প্রত্যাহার। এরপর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
অ্যাডঃ মোঃ শামসুল ইসলাম মন্টু আরো জানান, নির্বাচন প্রক্রিয়ার কাজে আমাকে সহযোগিতা করছেন নির্বাচন কমিটির সদস্য সিনিয়র আইনজীবী শহীদ মাহমুদ ফেরদৌস শাহীন ও রফিকুল হাসান রিপন।
তিনি বলেন, বিএনপির সম্মেলনকে ঘিরে চাঁদপুর জেলায় আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যে ৮টি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছিল, সেই আটটি মনোয়নপত্র জমা পড়েছে। নেতা-কর্মীরা মিছিল সহকারে শান্তিপূর্ণভাবে মনোনয়নপত্র সংগ্রহ এবং দাখিল করেছেন।
সাধারণ সম্পাদক পদে মনোয়নপত্র দাখিল করার পর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তফা খান সফরি জানান, আমাদের সবার লক্ষ্য উদ্দেশ্য একই-খালেদা জিয়ার মুক্তি এবং তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা। আমাদের মধ্যে কোনো বিভেদ বা দ্বন্দ্ব নেই। আমরা সবাই শহীদ জিয়া, খালেদা জিয়া ও তারেক রহমানের কর্মী। যারা কাউন্সিলে নির্বাচনের দায়িত্বে আছেন তারা যেন স্বচ্ছ এবং সুন্দর একটি নির্বাচন উপহার দেন সেটাই আশা করছি।

সর্বাধিক পঠিত