• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মতলবে মাদক বিরোধী অভিভাবক সমাবেশ মাদকের কুফল ছড়িয়ে দিতে হবে :পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম

প্রকাশ:  ২৮ মার্চ ২০২২, ১২:১৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে মাদক বিরোধী সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাজ থেকে মাদক দূর করতে হলে সবার সহযোগিতা প্রয়োজন। এক্ষেত্রে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের বিশেষ ভূমিকা রয়েছে। পাশাপাশি ছাত্র-ছাত্রীদের পড়ালেখায় মনোযোগী হতে হবে। প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের প্রণোদনার মাধ্যমে বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছেন। ২৭ মার্চ রোববার বিকেল ৩টায় মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি আইডিয়াল একাডেমি প্রাঙ্গণে মাদক বিরোধী অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, মাদকের ভয়াবহতা রোধে সন্তানদের প্রতি অভিভাবকদের আরো বেশি সচেতন হতে হবে এবং সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। পাশাপাশি যারাই মাদকের সাথে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থাগ্রহণ করতে হবে।
তিনি বলেন, সবাইকে মাদকের কুফল ছড়িয়ে দিতে হবে। মাদক থেকে দেশকে রক্ষা করতে সবাইকে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসতে হবে।
বাগানবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আল মামুনের সভাপতিত্বে ও ইমামপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালামের পরিচালনায় বাগানবাড়ি ইউনিয়ন পরিষদের আয়োজনে উক্ত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডঃ নূরুল আমিন রুহুল এমপি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ কুদ্দুস, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনজুর আহমদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান, সহকারী পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) সোহেল মাহমুদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এমদাদুল ইসলাম  মিঠুন, ইউপি চেয়ারম্যান শহীদ উল্লা প্রধান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, বাগানবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আঃ ছাত্তার প্রধান, বাগানবাড়ি ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক জামাল হোসেন নাহিদ।

সর্বাধিক পঠিত