• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ইফার মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা জেলার সাত সহ¯্রাধিক মসজিদ ও সহ¯্রাধিক গণশিক্ষা কেন্দ্রে মিলাদ ও দোয়া মাহফিল

প্রকাশ:  ২৮ মার্চ ২০২২, ১২:১২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুরে ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) আয়োজনে ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৬ মার্চ শনিবার সকাল ১১টায় ইফার কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে শহীদদের মাগফেরাত কামনায় এবং জীবিতদের সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়া চাঁদপুর দারুচ্ছুন্নাত দীনিয়া মাদ্রাসার হাফেজ ছাত্ররা কোরআন খতম করেন।
ইফার উপ-পরিচালক মোহাম্মদ খলিলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মেঘনা বার্তার সম্পাদক ও প্রকাশক গিয়াসউদ্দিন মিলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা মোহাম্মদ সাইফুদ্দিন খন্দকার। স্বাগত বক্তব্য রাখেন ফিল্ড অফিসার মোঃ বিল্লাল হোসেন। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জাতীয় ইমাম সমিতি চাঁদপুরের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আব্দুস সালাম।
জেলা ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আবদুর রহমান গাজীর সঞ্চালনায় মিলাদ-কিয়াম পরিচালনা করেন চাঁদপুর সদর ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতির সভাপতি পীরজাদা খাজা মোঃ জোবায়ের। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন ষোলঘর নূরানী মসজিদের ইমাম মাওলানা মোঃ সানাউল্লাহ। প্রিয় নবী রাসূলের শানে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পরিবেশন করেন বাইতুল আকসা জামে মসজিদের খতিব মাওলানা এমএ খালেক ও মোঃ রবিউল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ সালাউদ্দিন ও মোঃ আবদুল হালিমসহ মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন মসজিদের ইমামগণ।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২৬ মার্চ শনিবার ইসলামিক ফাউন্ডেশন চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে চাঁদপুর জেলার উপজেলা পর্যায়ে ১২৩৬টি কেন্দ্রে একযোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং জেলা ও উপজেলা পর্যায়ে পবিত্র কোরআন খতম করা হয়েছে। এছাড়া জেলার ৭২৫০টি মসজিদে বাদ আছর বিশেষ দোয়ার আয়োজন করেছে বলে ইফার অফিস সূত্রে জানা গেছে।

সর্বাধিক পঠিত