হাজীগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইঞ্জিঃ মোঃ হোসাইনের ল্যাপটপ বিতরণ
হাজীগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ম-লীর সদস্য, বিদ্যুৎ বিভাগ (পাওয়া সেল)-এর মহাপরিচালক ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ল্যাপটপ বিতরণ করেন। মহান স্বাধীনতা দিবসে আয়োজিত বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান ঝধাব ঃযব যঁসধহরঃু-এর সহযোগিতায় এসব ল্যাপটপ বিতরণ করা হয়। উপজেলার বড়কুল বালিকা উচ্চ বিদ্যালয় এবং পালিশারা মাদ্রাসায় এসব ল্যাপটপ কর্তৃপক্ষের হাতে তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বড়কুল রামকানাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হক, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ সেলিম মিয়া ও ২নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ জামাল হোসেন। উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোঃ শাখাওয়াত উল্লাহ ফারুক, এন্নাতলী উত্তরপাড়া জামে মসজিদের সভাপতি এমদাদুল আলম সুজন, মোঃ শাহ আলম বাবুল, দাতা সদস্য বালিকা উচ্চ বিদ্যালয়, সাবেক ছাত্রনেতা ইঞ্জিঃ নেছার পাটওয়ারী, চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফারুক, পায়েল, উপ-সম্পাদক সুমন, সদস্য সুমন মিয়াজী প্রমুখ।
বড়কুল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা বিল্লাল হোসেনের সভাপ্রধানে অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য কৃঞ্চ সাহা।