• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মতলব উত্তরে খেলার মাঠের জন্য মানববন্ধন

প্রকাশ:  ২৭ মার্চ ২০২২, ১২:৩৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 মতলব উত্তরের গজরা ইউনিয়নে তরুণ প্রজন্মের ব্যানারে গজরা বাজারে খেলার মাঠের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
২৫ মার্চ শুক্রবার সকালে উপজেলা শিল্পকলা একাডেমির সামনে মানববন্ধনে আঁধারের আলো যুব সংঘের প্রচার সম্পাদক সুমন বেপারীর সঞ্চালনায় বক্তব্য রাখেন গজরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান সরকার ওয়াদুদ, সাংবাদিক এমএম সাইফুল ইসলাম, যুবলীগ নেতা নূরে আলম প্রধান, আঁধারের আলো যুবসংঘের সাধারণ সম্পাদক মিনহাজ প্রধান, ক্রীড়া বিষয়ক সম্পাদক সবুজ মোল্লা, সদস্য শাহআলম প্রধান ও রাসেল প্রধান, সারা ফাউন্ডেশন সভাপতি আমিরুল ইসলাম রাসেল।
মানববন্ধনে বক্তারা বলেন, মতলব উত্তরের গজরা ইউনিয়নের এলাকাটি মনোরম প্রাকৃতিক সৌন্দর্যবেষ্টিত জনবহুল এলাকা। এই এলাকার ছেলেরা ফুটবল, ভলিবলসহ বিভিন্ন খেলাধুলায় জাতীয় পর্যায়ে অবদান রাখছে। খেলাধুলা চর্চার জন্য এখানে আগে একটি মাঠ ছিলো। কিন্তু সেই মাঠে উপজেলা শিল্পকলা একাডেমি নির্মাণ করা হয়। শিল্পকলা একাডেমি নির্মাণের সময় বলা হয়েছিলো এখানে একটি খেলার মাঠ করে দেয়া হবে। আজ পর্যন্ত এখানে কোনো খেলার মাঠ করে দেয়া হয়নি। তাই খেলার মাঠ ও মনোরম প্রকৃতি রক্ষার দাবি জানান বক্তারা। আলোচনা শেষে মাঠ নির্মাণের জন্য বিক্ষোভ মিছিল করেন।

সর্বাধিক পঠিত