• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের আয়োজন ¬সাপদীতে চিকিৎসাসেবা পেলো ৫শ’ মানুষ

প্রকাশ:  ২৭ মার্চ ২০২২, ১২:৩০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুরে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মজুমদার রাবেয়া মতিন কল্যাণ ফাউন্ডেশনের সহায়তায় ৫শ’ জন দুস্থের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র। ২৫ মার্চ শুক্রবার দিনব্যাপী চাঁদপুর সদর উপজেলা বালিয়া ইউনিয়নের সাপদী আবেদিয়া জলিলীয়া মহিলা মাদ্রাসায় এ চিকিৎসাসেবা প্রদান করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান ও চ্যানেল আই-এর পরিচালক আব্দুর মুকিত মজুমদার বাবু। উপস্থিত ছিলেন মাদ্রাসা সুপার মাওঃ ফরিদ আহমেদ, বালিয়া ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মোঃ জাকির হোসেন বহরদার, ছিদ্দিকুর রহমান নান্নু, নেছার আহম্মদ বহরদার, সোহেল মাস্টার, হাসান বেপারী, শিক্ষক মোয়াজ্জেম হোসেন জাকির, ছলেমান বহরদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের ইনচার্জ ডাঃ মোঃ মিজানুর রহমান সরকার জানান, মজুমদার রাবেয়া মতিন ফাউন্ডেশন ও প্রকৃতি জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের পক্ষ থেকে আমরা গ্রামের দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছি। রোগীকে ব্যবস্থাপত্রের সাথে প্রয়োজনীয় ওষুধও ফ্রি দেয়া হয়েছে।
তিনি বলেন, এই মেডিকেল ক্যাম্পে ৬২ প্রকার ওষুধ দেয়া হয়। মেডিকেল টিমে ৬ জন এমবিবিএস চিকিৎসক এবং ৬ জন সহকারী মেডিকেল অফিসার রয়েছেন। এ চিকিৎসাসেবা দেশব্যাপী অব্যাহত আছে।

সর্বাধিক পঠিত