• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

সিলেটে রোটারীর ডিস্ট্রিক্ট এসেম্বলী ও গ্র্যান্ট ম্যানেজমেন্ট সেমিনার অনুষ্ঠিত

প্রশিক্ষণের মাধ্যমে রোটারীকে আরো সমৃদ্ধ করতে হবে : ডিজিই রুহেলা খান চৌধুরী

প্রকাশ:  ২৭ মার্চ ২০২২, ১২:২৬ | আপডেট : ০৪ এপ্রিল ২০২২, ০৯:৩০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৮২, বাংলাদেশের ডিস্ট্রিক্ট এসেম্বলী গত ২৫ মার্চ অনুষ্ঠিত হয়। সিলেটের আমানউল্লাহ কনভেনশন সেন্টারে ডিস্ট্রিক্ট এসেম্বলীতে বিভিন্ন রোটারী ক্লাবের ৬ শতাধিক রোটারিয়ান এতে অংশ নেন। দিনভর ঐ এসেম্বলীতে বিভিন্ন পদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে রোটারী ডিস্ট্রিক্ট গভর্নর ইলেক্ট রোটা. রুহেলা খান চৌধুরী বলেন, প্রশিক্ষণের মাধ্যমে রোটারীকে আরো সমৃদ্ধ করতে হবে। রোটারীতে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে প্রশিক্ষণের মাধ্যমে আগামি রোটারী বর্ষে যেনো আরো সুন্দরভাবে ক্লাব পরিচালনা করা যায়। ক্লাবের বিভিন্ন পদের নেতৃবৃন্দ যেনো যোগ্যতার সাথে নেতৃত্ব দিতে সক্ষম হন। আগামি ২০২২-২৩ রোটারীবর্ষকে একটি দৃষ্টান্ত স্থাপনকারী রোটাবর্ষ উদযাপন করতে চাই।
ডিস্ট্রিক্ট সেক্রেটারি (২০২২-২৩) রোটা. মোহাম্মদ শাহজাহানের সঞ্চালনায় এবং রোটা. পিপি মাসুদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ডিস্ট্রিক্ট গভর্নর রোটা. আবু ফয়েজ খান চৌধুরী, পিডিজি রোটা. আবদুল আহাদ, পিডিজি রোটা. মীর আনিসুজ্জামান, পিডিজি রোটা. ডা. মনজুরুল হক চৌধুরী, পিডিজি রোটা. এমএ লতিফ, পিডিজি রোটা. শহীদ আহমেদ চৌধুরী, ডিস্ট্রিক্ট ট্রেইনার (২০২২-২৩) পিডিজি রোটা. দিলনাঁশী মোহসেন, পিডিজি রোটা. অধ্যক্ষ এম. আতাউর রহমান পীর, আইপিডিজি রোটা. ডা. বেলাল উদ্দিন আহমেদ, ডিজিএন রোটা. ইঞ্জিনিয়ার মতিউর রহমান, চীফ সার্জেন্ট-এট-আর্মস রোটা. ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন প্রমুখ।
এর আগে গত ২৪ মার্চ সিলেটের দরগা গেট এলাকায় হোটেল গ্রান্ড মোস্তফা হোটেলে গ্র্যান্ট ম্যানেজমেন্ট সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বিভিন্ন রোটারী ক্লাবের সভাপতি ও সচিবসহ গ্র্যান্ট কমিটির চেয়ারম্যানরা এতে অংশ নেন। ডিস্ট্রিক্ট সেক্রেটারি (২০২২-২৩) রোটা. মোহাম্মদ শাহজাহানের সঞ্চালনায় এবং পিপি সেলিম খানের সভাপতিত্বে গ্র্যান্ট ম্যানেজমেন্ট সেমিনারে বক্তব্য রাখেন ডিস্ট্রিক্ট গভর্নর রোটা. আবু ফয়েজ খান চৌধুরী, ডিজিই রুহেলা খান চৌধুরী, পিডিজি রোটা. আবদুল আহাদ, পিডিজি রোটা. মীর আনিসুজ্জামান, পিডিজি রোটা. ডা. মনজুরুল হক চৌধুরী, পিডিজি রোটা. এমএ লতিফ, পিডিজি রোটা. শহীদ আহমেদ চৌধুরী, ডিস্ট্রিক্ট ট্রেইনার (২০২২-২৩) পিডিজি রোটা. দিলনাঁশী মোহসেন, পিডিজি রোটা. অধ্যক্ষ এম. আতাউর রহমান পীর, আইপিডিজি রোটা. ডা. বেলাল উদ্দিন আহমেদ, ডিজিএন রোটা. ইঞ্জিনিয়ার মতিউর রহমান, চীফ সার্জেন্ট-এট-আর্মস রোটা. ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন প্রমুখ। সেমিনারে ক্লাবের কর্মকর্তাদের রোটারীর গ্র্যান্ট বিষয়ক বিভিন্ন প্রকল্পের প্রশিক্ষণ দেয়া হয়।

সর্বাধিক পঠিত