মুক্তি পেলেন সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী
কাশিমপুর কারাগার থেকে ১৭ মাস পর মুক্তি পেলেন সাংবাদিক নেতা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন- বিএফইউজে'র সাবেক সভাপতি রুহুল আমিন গাজী। ২২ মার্চ মঙ্গলবার বিকেলে কারাগার থেকে মুক্ত হোন তিনি। বিএফইজের সভাপতি এম আব্দুল্লাহ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ১৭ মার্চ গাজী ভাইয়ের জামিন হয়েছে। জামিন নামা আদালতে পৌছা এবং কাগজপত্র ঠিক করতে সময় লেগেছে। আজ বিকালে তিনি জামিন পেয়েছেন।
উল্লেখ্য, ২০২০ সালের ২২ অক্টোবর কর্মস্থল দৈনিক সংগ্রাম অফিস থেকে যুদ্ধাপরাধী আবদুল কাদের মোল্লাকে ‘শহীদ’ লিখে প্রতিবেদন প্রকাশের ঘটনায় দায়ের হওয়া ডিজিটাল নিরাপত্তা ও রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয় তাকে। সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর বাড়ি চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নে।