এ কেমন শত্রুতা?
রাজারগাঁওয়ে রাতের আঁধারে ফসলি জমির ভুট্টা গাছ কর্তন
হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নের পূর্ব রাজারগাঁও ইউছুফ দরবেশ বাড়ির বাসিন্দা ও রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আবুল কাশেমের ভুট্টা ক্ষেতের ফসল রাতের আঁধারে কে বা কারা কেটে ফেলেছে। ঘটনাটি গত ১৮ মার্চ রাতে ঘটেছে।
জমির মালিক শিক্ষক আবুল কাশেম বলেন, গত ১৮ মার্চ শুক্রবার দুপুরে আমার ছেলে বাড়ির ইজমালি পুকুরে জাল দিয়ে মাছ ধরতে গেলে বাড়ির ইসমাইল বাধা দেয়। এ সময় উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ইসমাইল আমাদেরকে দেখে নিবে বলে হুমকি প্রদান করে। পরদিন সকালে জমিতে গিয়ে দেখি, আমার সরকারি প্রদর্শনী বীজ পুরো জমির ভুট্টা গাছ কেটে ফেলে রেখেছে। আমার ধারণা, ইসমাইল, ফরহাদ (পিতা মৃত আঃ জলিল), আঃ রহিম (পিতা আঃ মজিদ), মেহেদী হাসান (পিতা নূরুল ইসলাম) ছাড়া এই ন্যাক্কারজনক ঘটনা কেউ করতে পারে না। স্থানীয় ইউপি মেম্বার মোঃ ইকবাল হোসেন এসে জমির ধ্বংসস্তূপ দেখে গেছেন। তিনি এই ন্যাক্কারজনক ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এবং আইনী প্রক্রিয়ার জন্যে যা দরকার তাতে তিনি সহযোগিতা করবেন বলে আমাকে আশ^স্ত করছেন।