• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

আয়নাতলি বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় দুর্ধর্ষ চুরি

প্রকাশ:  ২৩ মার্চ ২০২২, ১১:০৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 শাহরাস্তি উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের আয়নাতলি বাজারে অবস্থিত ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটছে। ২১ মার্চ রাতে এ ঘটনাটি ঘটে। ২২ মার্চ মঙ্গলবার সকাল পৌনে ১০টায় ব্যাংকের ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম ফিরোজ অফিসে এসে গেটের তালা ভাঙ্গা অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে অবহিত করলে শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করলে ঘটনাস্থলে উপস্থিত হন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ মঈনুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আবুল কালাম চৌধুরীসহ পিবিআই, সিআইডি ও গোয়েন্দা পুলিশের টিম।
ব্যাংকের ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম ফিরোজ জানান, তিনি সোমবার রাতে অফিস বন্ধ করে বাসায় চলে যান। সকালে এসে অফিসের প্রধান গেটের তালা ভাঙ্গা অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে অবহিত করেন। তিনি জানান, ব্যাংকের ভল্টে ১ লাখ ১০ হাজার টাকা রক্ষিত ছিল। তিনি আরও বলেন, ভল্ট ভেঙে চোর সম্পূর্ণ টাকা নিয়ে যায়। এছাড়াও সিসি ক্যামেরার হার্ড ডিস্ক খুলে নিয়ে যায় এবং ভবনের দুই পাশের জানালার গ্রিল কেটে ফেলে। পুলিশ তাদের তদন্ত অব্যাহত রেখেছে। চুরির ঘটনার রহস্য উন্মোচনে পুলিশের ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে।

সর্বাধিক পঠিত