• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ধর্মের সাথে বিজ্ঞান শিক্ষার সম্পৃক্ততার বিকল্প নেই :সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর

প্রকাশ:  ২৩ মার্চ ২০২২, ১১:০০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকার বিজ্ঞান শিক্ষাকে ধর্মীয় শিক্ষার সাথে সম্পৃক্ত করতে কাজ করে যাচ্ছে। একটি বিশেষ গোষ্ঠী নিজ স্বার্থ হাসিলে দীর্ঘদিন ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ওই গোষ্ঠীর কবল থেকে মুক্ত করে ধর্মকে গণমানুষের কল্যাণে প্রয্ক্তু করতে সক্ষম হয়েছে। আলোকোজ্জ্বল নাগরিকই সমাজ ও দেশের কল্যাণে অবদান রাখতে পারে। আলোকোজ্জ্বল নাগরিক হিসেবে গড়ে তুলতে ধর্মের সাথে বিজ্ঞান শিক্ষার সম্পৃক্ততার বিকল্প নেই। শেখ হাসিনার সরকার সকল ক্ষেত্রে সমতার ভিত্তিতে নারী-পুরুষের অধিকার প্রতিষ্ঠা করতে চায়। এরই অংশ হিসেবে নারীরাও যাতে পুরুষের পাশাপাশি মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করতে পারে এজন্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে প্রত্যেক উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মাণ করেছে। এমনিভাবে মসজিদের আরো বিস্তৃতি ঘটাতে সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ধর্মকে সকল কুসংস্কার থেকে মুক্ত হয়ে মানুষের কল্যাণে ধর্মীয় অনুশাসন প্রয়োগ করতে হবে। তিনি গতকাল মঙ্গলবার কচুয়া উপজেলার মনোহরপুর ফাযিল মাদ্রাসার ৪তলা বিশিষ্ট ভবনের প্রথম তলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি ও কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশিরের সভাপতিত্বে ও যুবলীগ নেতা একেএম মোহতাসিম সোহেলের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কচুয়া পৌরসভার মেয়র নাজমুল আলম স্বপন, পৌর আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসেন সোহেল ভূঁইয়া, কড়ইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান আব্দুস সালাম সওদাগর, মনোহরপুর ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ জহিরুল ইসলাম পাটওয়ারী, সহকারী শিক্ষক আনোয়ার হোসেন, কড়ইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ এনামুল হক মিন্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল মেম্বার ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোফাচ্ছেল হোসেন খান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান, কড়ইয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক তারেক সামস মিঠু প্রমুখ।

সর্বাধিক পঠিত