• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

স্বাধীনতার মাসব্যাপী জয়নুল কারাতে ও জুডো আর্ট সেন্টারের বিশেষ কর্মসূচি

প্রকাশ:  ২২ মার্চ ২০২২, ১২:৩১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুরের ঐতিহ্যবাহী স্বনামধন্য জয়নুল কারাতে ও জুডো আর্ট সেন্টার মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে। একজন মানুষ কীভাবে নিজেকে শারীরিক ব্যায়ামের মাধ্যমে সুস্থ রাখবে, কীভাবে নিজেকে ছিনতাইকারী/দুর্বৃত্তের হাত থেকে রক্ষা করবে, একজন মেয়ে কীভাবে লাঞ্ছিত হওয়া থেকে নিজেকে রক্ষা করবে, নিজেকে কীভাবে আত্মনির্ভরশীল করবে সেই লক্ষ্যে আত্মরক্ষামূলক প্রদর্শনীর আয়োজন করেছে। এরই মধ্যে গত ৮ মার্চ মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও ১৫ মার্চ চাঁদপুর সরকারি কলেজ মাঠে প্রদর্শনী করা হয়েছে। এটি চাঁদপুরবাসীর কাছে এক ভিন্নধর্মী অনুষ্ঠান, যা ইতিমধ্যে ব্যাপকভাবে প্রশংসনীয় হয়েছে। আসন্ন ২৩ মার্চ চাঁদপুর হাসান আলি সরকারি উচ্চ বিদ্যালয় এবং ২৭ মার্চ পুরাণবাজার ডিগ্রি কলেজে আরও দুটি প্রদর্শনীর আয়োজন করা হবে বলে জানিয়েছেন জয়নুল কারাতে ও জুডো আর্ট সেন্টারের প্রতিষ্ঠাতা জয়নুল আবেদীন। আরো জানতে চাইলে তিনি বলেন, আগামী দিনগুলোতে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে। নিজেকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে ভর্তি হতে পারেন যে কোনো বয়সের শিক্ষার্থী, ব্যবসায়ী কিংবা চাকুরিজীবীরা। ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য জানতে কল করতে পারেন আমার এই মোবাইল নাম্বারে ০১৮৫৪-৯৫২১৩০ অথবা সরাসরি চলে আসুন চাঁদপুর রেলওয়ে হকার্স মার্কেটস্থ ৪৩নং দোকান জয়নুল কারাতে ও জুডো আর্ট সেন্টারের অফিসে।