• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উবি’র ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

প্রকাশ:  ২২ মার্চ ২০২২, ১২:৩১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা বাজারস্থ ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন-২০২২ সম্পন্ন হয়েছে। ২০ মার্চ রোববার চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে নব-নির্বাচিত কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন সোহরাব হোসেন রিপন পাটওয়ারী। নব-নির্বাচিত ম্যানেজিং কমিটির অন্য সদস্যবৃন্দ হলেন : দাতা সদস্য মোঃ আনোয়ার হোসেন, অভিভাবক সদস্য আবু জাফর মোঃ ছালেহ (ডাঃ খোকন), মোঃ জহিরুল ইসলাম পাটওয়ারী, সেলিম পাটওয়ারী, মোঃ সালাউদ্দিন বাবু, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য মুক্তা বেগম, সাধারণ শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ খলিলুর রহমান, মোঃ সুলতান মাহমুদ পাটওয়ারী ও সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি জাহানারা বেগম।
গত ৮ মার্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন পর্যন্ত অভিভাবক সদস্য পদে ৮জন প্রার্থী মনোনয়ন জমা দেন। এর মধ্য ১০ মার্চ ৪ জন অভিভাবক সদস্য প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নেয়ায় সকল সদস্য পদে একক প্রার্থী হওয়ায় দাতা সদস্য, অভিভাবক সদস্য, নারী সদস্য, শিক্ষক প্রতিনিধি সদস্যগণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।
২০ মার্চ নির্বাচিত সদস্যরা বীর মুক্তিযোদ্ধার সন্তান সোহরাব হোসেন রিপন পাটওয়ারীকে বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত করেন।
উল্লেখ্য, সোহরাব হোসেন রিপন পাটওয়ারী বীর মুক্তিযোদ্ধা মরহুম মোঃ দেলোয়ার হোসেন স্বপন পাটওয়ারীর সন্তান। যিনি বিমানবাহিনীর জিসিও ছিলেন।

 

সর্বাধিক পঠিত