• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ১৬ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

সিআইপি জালাল আহমেদের উদ্যোগে ফরিদগঞ্জে বঙ্গবন্ধুর জন্মদিন পালন

প্রকাশ:  ২২ মার্চ ২০২২, ১২:২৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ফরিদগঞ্জের কৃতী সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, কাতারস্থ আওয়ামী ফোরামের উপদেষ্টা ও আওয়ামী লীগ নেতা সিআইপি জালাল আহমেদের উদ্যোগে ফরিদগঞ্জে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা সদরস্থ লাকী সুপার মার্কেটের নিচ তলায় আয়োজিত আলোচনা সভায় পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শাহাবুদ্দিন শাবুর সভাপতিত্বে এবং ছাত্রলীগ নেতা আব্দুল করিম বিপ্লবের পরিচালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলী আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছামাদ পাটোওয়ারী, বীর মুক্তিযোদ্ধা হাবিলদার আবুল কালাম ও ইউপি সদস্য নান্টু মিজি। সভায় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা ইসমাইল হোসেন, রিপন পাটোওয়ারী, ইউপি সদস্য ইব্রাহিম মৃধা, যুবলীগ নেতা স্বপন পাটোয়ারী, মনির হোসেন, নুরুন্নবী পাটোয়ারী, কিরণ, মাছুম পাটোয়ারী, এমএম সোহেল রানা, মিরাজ মিজি, মোঃ আরিফ শেখ মজিবুর রহমান সুমন, ইব্রাহিম শেখ, মিলন খানসহ বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতা-কর্মীরা। আলোচনা শেষে কেক কাটেন নেতৃবৃন্দ।

 

সর্বাধিক পঠিত