মতলবে টিসিবির পণ্যসামগ্রী বিক্রি উদ্বোধন
প্রকাশ: ২২ মার্চ ২০২২, ১২:২৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
পবিত্র মাহে রমজানে ভর্তুকি মূল্যে মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের আয়োজনে ২০ মার্চ খাদেরগাঁও ইউনিয়নে টিসিবির নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা হক।
এ সময় উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর হোসেন রিপন মিরসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দ। উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের কার্ডধারী সদস্যদের মাঝে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করা হয়।