• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

শাহরাস্তিতে জালাল উদ্দিন প-িত ট্রাস্টের ফ্রিল্যান্সিং বিষয়ক সেমিনার ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশ:  ২০ মার্চ ২০২২, ১০:২৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 শাহরাস্তি উপজেলার উনকিলায় অবস্থিত আলহাজ্ব জালাল উদ্দিন প-িত ট্রাস্টের উদ্যোগে ফ্রিল্যান্সিং বিষয়ক সেমিনার ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। ১৯ মার্চ শনিবার সকালে সেমিনার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী। ট্রাস্টের সাধারণ সম্পাদক মোঃ আরিফ উল্লাহর সঞ্চালনায় সেমিনারে সভাপতিত্ব করেন মোশারফ হোসেন টেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ খুরশিদ আলম। সেমিনারে মূল আলোচনা উপস্থাপন করেন আপওয়ার্ক টপরেটেড ফ্রিল্যান্স আইটি প্রফেশনাল অথর সিইও ক্রিয়েটিভ ক্লেন আবু নাছের মোঃ রহমত উল্লাহ, আপওয়ার্ক টপরেটেড প্লাস ফ্রিল্যান্সার মোঃ ওয়াহিদুল ইসলাম মুরাদ। সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জালাল উদ্দিন প-িত ট্রাস্টের সভাপতি, পিএসসির পরিচালক মোঃ মহসিন আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মুশু, ট্রাস্টের সদস্য মোহাম্মদ এনামুল হক, হাসান আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল মান্নান, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ খোরশেদ আলম প্রমুখ। সেমিনারে প্রায় ৩০০জন অংশগ্রহণ করেন। সবশেষে কৃতী ৭০জন শিক্ষার্থীর হতে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সর্বাধিক পঠিত