• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুুরে ২ জনের করোনা শনাক্ত

সংক্রমনের হার ৫.৪০ শতাংশ

প্রকাশ:  ২০ মার্চ ২০২২, ১০:২৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুুরে নতুন করে ২ জনের করোনা শনাক্ত হয়েছে। গতকাল ১৯ মার্চ শনিবার ৩৭ জনের করোনার স্যাম্পল পরীক্ষা করা হয়। তার মধ্যে ২ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৫.৪০ শতাংশ। শনাক্ত হওয়া ২ জনের মধ্যে হাজীগঞ্জ উপজেলায় ১ জন ও ফরিদগঞ্জ উপজেলার ১জন। চাঁদপুর সিভিল সার্জন অফিস থেকে এসব তথ্য জানা গেছে।
সূত্র থেকে আরো জানা যায়, গতকাল শনাক্ত হওয়া ২ জনসহ জেলায় এ পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৩শ’ ২৪ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৬ হাজার ৩শ’ ৯৮ জন।
চাঁদপুরে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ২শ’ ৪৬ জন। সুস্থ এবং মৃত্যুর সংখ্যা বাদ দিয়ে বাদবাকি ৬শ’ ৮০ জন বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এছাড়া গতকাল সুস্থ হন ২৫ জন। মোট আক্রান্তের মধ্যে উপজেলাভিত্তিক সংখ্যা হচ্ছে চাঁদপুর সদরে ৭৫২৮ জন, হাইমচরে ৯০৪ জন, মতলব উত্তরে ৯৬২ জন, মতলব দক্ষিণে ১৩৯৫ জন, ফরিদগঞ্জে ২০১০ জন, হাজীগঞ্জে ১৭৩৫ জন, কচুয়ায় ৯৪০ জন ও শাহরাস্তিতে ১৮৫০ জন। ¬
গত কয়েকদিন ধরেই চাঁদপুরে করোনা আক্রান্তের সংখ্যা নি¤œমুখী রয়েছে।

 

সর্বাধিক পঠিত