• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

আজ থেকে শুরু হচ্ছে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে স্বল্প মূল্যে টিসিবির পণ্য বিক্রয় ॥ পাবেন ফ্যামিলি কার্ডধারীগণ

সুষ্ঠু বিলি-বন্টনে সহায়তা কামনা করেছেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ

প্রকাশ:  ২০ মার্চ ২০২২, ১০:২০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট


 আজ থেকে সারাদেশে শুরু হচ্ছে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির পরিপেক্ষিতে নি¤œ আয়সম্পন্ন মানুষের মাঝে স্বল্পমূল্যে তেল, ডাল, চিনি সরবরাহের লক্ষ্যে মাননীয় জননেত্রী শেখ হাসিনা এ উদ্যোগ গ্রহণ করেছেন। আজ ২০ মার্চ রোববার থেকে সারাদেশের ১ কোটি ১.৪৫ লাখ মানুষের মাঝে ৬৫ টাকা করে ২ কেজি ডাল, ৫৫ টাকা করে ২ কেজি চিনি ও ১১০ টাকা করে ২ লিটার সয়াবিন তেল স্বল্পমূল্যে বিক্রয় করা হবে। সুষ্ঠু বিলি-বন্টন করার লক্ষ্যে ফ্যামিলি কার্ডধারীদের মাঝেই টিসিবির এ সকল পণ্য বিতরণ করা হবে বলে জানা যায়। করোনা অতিমারিতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত নি¤œ আয়ের পরিবারকে ২০২১ সালে মাননীয় প্রধানমন্ত্রীর নগদ আর্থিক সহায়তা প্রদান কর্মসূচির উপকারভোগীগণ ফ্যামিলি কার্ডের আওতায় এ সকল পণ্য টিসিবির ডিলারদের কাছ থেকে নির্ধারিত তারিখ অনুযায়ী সংগ্রহ করতে পারবেন। টিসিবির এ সকল পণ্য আজ থেকে রমজানের মাঝামাঝি সময় পর্যন্ত দুইবার বিতরণ করা হবে।
চাঁদপুর জেলাবাসীকে এ ব্যাপারে অবহিত করার লক্ষ্যে গতকাল ১৯ মার্চ শনিবার সকালে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ তাঁর সম্মেলন কক্ষে স্থানীয় ও জাতীয় পর্যায়ের সাংবাদিকদের সাথে এক প্রেস কনফারেন্সে মিলিত হন। তিনি নি¤œ আয় সম্পন্ন মানুষের সহায়তায়, রমজান উপলক্ষে স্বল্পমূল্যে টিসিবির ডাল, তেল, চিনি বিক্রির উদ্যোগ গ্রহণ করায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, সরকারের এ ধরনের যুগোপযোগী উদ্যোগ নিশ্চয়ই প্রশংসার দাবি রাখে। আমরা সরকারের এ উদ্যোগ বাস্তবায়নে যথেষ্ট আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। ফ্যামিলি কার্ডধারীদের মাঝে সহজে তা বিতরণের লক্ষ্যে চাঁদপুর খাদ্য গুদামে টিসিবির পণ্য প্যাকেটজাত হচ্ছে। আর এ কাজে আমাদেরকে সহায়তা করছেন প্রশাসনের স্বেচ্ছাসেবক টিম, রোটার‌্যাক্টর, প্রাইমারী স্কুলের দপ্তরী, কমিউনিটি পুলিশ, রোভার স্কাউট, গ্রাম পুলিশসহ চুক্তিভিত্তিক দিন মজুরগণ। সুষ্ঠু বিলি-বন্টনে আমরা গণমাধ্যমেরও সহযোগিতা কামনা করছি। যাতে নির্ধারিত ফ্যামিলি কার্ডধারীগণ এ সকল পণ্য সংগ্রহ করতে গিয়ে হয়রানির শিকার না হয়। উপজেলা পর্যায়ে টিসিবির এ সকল পণ্য বিক্রয়কালে উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), থানার অফিসার ইনচার্জ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ মেম্বারগণ তা মনিটরিং করবেন বলে সাংবাদিকদের তিনি অবহিত করেন। তিনি বলেন, চাঁদপুরের উন্নয়নে আমি সকলকে নিয়ে চলতে চাই, এজন্যে প্রয়োজন আপনাদের সকলের সহযোগিতা।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেনের উপস্থাপনায় সুষ্ঠু বিলি ব্যবস্থায় প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণসহ বিভিন্ন দিক তুলে ধরে মতামত প্রদান করেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন, সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, কার্যনির্বাহী সদস্য গোলাম কিবরিয়া জীবন, শরীফ চৌধুরী, সোহেল রুশদী, লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এমএ লতিফ, সাধারণ সম্পাদক কেএম মাসুদ প্রমুখ।
চাঁদপুর জেলার এক লাখ ৪৫ হাজার ১৪৭ জন ফ্যমিলি কার্ডধারীগণ এ সকল পণ্য পাবেন বলে জেলা প্রশাসক সকলকে অবহিত করেন। এর মধ্যে রয়েছেন সদর উপজেলায় ১৫২৬৮ জন, মতলব উত্তর উপজেলায় ১৫৭৮৮ জন, মতলব দক্ষিণ উপজেলায় ৮৫০৪ জন, কচুয়া উপজেলায় ৩০১৯৬ জন, হাইমচর উপজেলায় ৭৩৫২ জন, শাহরাস্তি উপজেলায় ১২৬৩২ জন, ফরিদগঞ্জ উপজেলায় ১৭১৪৪ জন ও হাজীগঞ্জ উপজেলায় ১৪৮১৭ জন। পৌরসভা পর্যায়ে রয়েছে চাঁদপুর পৌরসভায় ৬৩১৬ জন, ছেঙ্গারচর পৌরসভায় ৩৩৩৬ জন, মতলব পৌরসভায় ৪৪২৬ জন, কচুয়া উপজেলায় ১৬৭৪ জন, হাজীগঞ্জ উপজেলায় ২৭৬৩ জন, শাহরাস্তি উপজেলায় ২১৩৯ জন ও ফরিদগঞ্জ উপজেলায় ২৭৯২ জন।

সর্বাধিক পঠিত