পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম আজ চাঁদপুর আসছেন
প্রকাশ: ১৬ মার্চ ২০২২, ১০:৫৩
নিজস্ব প্রতিবেদক


পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শামসুল আলম আজ ১৬ মার্চ বুধবার একদিনের সরকারি সফরে চাঁদপুর আসছেন। তিনি আজ সকাল সাড়ে ১০টায় চাঁদপুর সার্কিট হাউজে এসে পৌঁছবেন। পরে সকাল ১১টায় চাঁদপুর শিল্পকলা একাডেমিতে চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে অনুষ্ঠিতব্য দ্বিতীয় ‘উদ্যমী নারী এসএমই মেলা’র অর্থনীতিতে নারী শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। নামাজ ও মধ্যাহ্ন ভোজ শেষে বিকেল আড়াইটায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।