• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মতলব উত্তরে জনপ্রিয় হয়ে উঠছে সাথী ফসলের চাষ

প্রকাশ:  ১৬ মার্চ ২০২২, ১০:৪৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 মতলবে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে সাথী ফসলের চাষ। একইসঙ্গে একাধিক ফসলের চাষাবাদ করে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন স্থানীয় কৃষকরা। কৃষি জমিতে সাথী ফসলের চাষ করে অধিক লাভবান হওয়ায় অনেকেই ধান চাষাবাদ দিয়ে সাথী ফসলের দিকে ঝুঁকছেন।
মতলব উত্তর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবার মতলব উত্তর উপজেলায় ১শ’ ৮০ হেক্টর জমিতে সাথী ফসলের ব্যাপক আবাদ হয়েছে।
সাথী ফসল হিসেবে এখানে আখ, মিষ্টি আলু, ফুলকফি, বাঁধাকফি, ঢেঁড়শ, শিম, বরবটি, ধনিয়াপাতা, মরিচ, মুলা, বেগুন, লালশাক, মিষ্টি কুমড়া, লাউ, টমেটোসহ বিভিন্ন ধরনের সবজি একটার সাথে আরেকটা চাষ করে থাকি।
সরেজমিনে দেখা যায়, হানিরপাড়, গজরা, ছেংগারচর, পাল্লালদি, নিশ্চিন্তপুর, সুজাতপুর, নাউরী, সাহেব বাজার, ফতেপুর, বেলতলি, চরাঞ্চলসহ উপজেলার বিভিন্ন এলাকায় বেশি লাভের আশায় বিস্তীর্ণ জমিতে কৃষকরা মূল ফসলের সাথে বিভিন্ন রকমের সাথী ফসলের চাষ করছেন।
হানিরপাড় গ্রামের উজ্জ্বল বলেন, এ বছর প্রায় ৫৩ শতাংশ জমিতে সাথী ফসল চাষ করেছি। ভুট্টা ফসলের সঙ্গে ধনিয়া পাতার চাষ করেছি। ধনিয়া পাতা বিক্রি করে ফেলেছি। এখন ভুট্টার পরিচর্যা করছি। ধনিয়া পাতা বিক্রির টাকাটা বোনাস পেলাম।
গজরা গ্রামের কৃষক কামাল ৮০শতাংশ জমিতে আখের সঙ্গে চাষ করেছেন ধনিয়া পাতা, টমেটো ও মরিচ। পর পর একাধিক ফসল চাষ করে তারা লাভবান হয়েছেন।
কৃষক লাল মিয়া জানান, স্থানীয় কৃষি অফিসের সাথে পরামর্শ করে সাথী ফসলের চাষ শুরু করি। দেখা গেছে, ধান চাষে যে টাকা পাওয়া যায়, তার চেয়ে দ্বিগুণ লাভ পাওয়া যায় সাথী ফসল চাষে। যার ফলে একই জমিতে একাধিক ফসল উৎপাদন করে থাকি আমরা। সাথী ফসল চাষে জমি তৈরি, পরিচর্যা, সার প্রয়োগ ও কীটনাশক প্রয়োগ করতে গেলে যেমন সময় কম লাগে, তেমনি সবকিছু একসাথে করতে পারায় খরচও কম লাগে। লাভ পাওয়া যায় দ্বিগুণ।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সালাউদ্দিন বলেন, মতলব উত্তরে জমিতে সাথী ফসল চাষ হচ্ছে। এর পরিমাণ বৃদ্ধির জন্য উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে। তাছাড়া সাথী ফসল চাষাবাদের প্রতি কৃষকদের আগ্রহও অনেক।’ লাভবান হওয়া সাথী ফসলের চাষ কৃষকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে।

সর্বাধিক পঠিত