• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জে বাজার মনিটরিং : জরিমানা আদায়

প্রকাশ:  ১৫ মার্চ ২০২২, ১০:১৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট


 ফরিদগঞ্জে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে বাজার মনিটরিং অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল ১৪ মার্চ সোমবার দুপুরে উক্ত অধিদপ্তরের চাঁদপুর জেলার সহকারী পরিচালক নূর হোসেন এ অভিযান পরিচালনা করেন। মূল্য তালিকা প্রকাশ্যে না সাঁটানোর দায়ে ফরিদগঞ্জ বাজারের খলিল স্টোরকে ৫ হাজার, মিয়াজী স্টোরকে ২ হাজার এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে ভাই ভাই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানাসহ মোট ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় প্রতিটি হোটেল-রেস্টুরেন্ট এবং মুদি দোকানে মূল্য তালিকা প্রদর্শন করতে ও হোটেলে রান্না করা খাবার যথাযথভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে নির্দেশনা প্রদান করা হয়। মুদি দোকানে এবং ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ পণ্য বা ঔষধ না রাখতেও নির্দেশনা দেয়া হয়।
অভিযান পরিচালনায় সহায়তা করেন ফরিদগঞ্জ উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মোঃ নজরুল ইসলাম এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন পুলিশ পরিদর্শক মোঃ বরকত উল্যাসহ সঙ্গীয় ফোর্স।
ভোক্তা অধিকার চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নূর হোসেন বলেন, পবিত্র মাহে রমজানকে সামনে রেখে এবং ব্যবসায়ীদের মজুদদারির কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রুখতে জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত রাখা হবে।

 

সর্বাধিক পঠিত