• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ১৬ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

হাজী মোঃ কাউছ মিয়ার শ্যালক

শিপিং ব্যবসায়ী ইছহাক তাঁতীর দাফন সম্পন্ন

প্রকাশ:  ১৫ মার্চ ২০২২, ১০:০৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুরের কৃতী সন্তান ঢাকা ধানমন্ডির বাসিন্দা বিশিষ্ট শিপিং ব্যবসায়ী ইছহাক তাঁতী ক্যান্সারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। ১২ মার্চ শনিবার বিকেল সাড়ে তিনটায় ধানমন্ডির তার নিজ বাসায় শেষ নিঃশ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫৭ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ বোন, ভগ্নিপতি, ভাগিনা-ভাগ্নিসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।
ইছহাক তাঁতী ছিলেন শিল্পপতি ও হাকিমপুরী জর্দার মালিক বাংলাদেশের শ্রেষ্ঠ করদাতা হাজী মোহাম্মদ কাউছ মিয়ার একমাত্র প্রিয় শ্যালক। মরহুমের রুহের মাগফিরাতের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন তার পরিবারবর্গ।
পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ ইছহাক তাঁতী ক্যান্সারজনিত রোগে ভুগছিলেন। তিনি চাঁদপুর শহরে জন্মগ্রহণ করেন এবং মরহুম আঃ খালেক তাঁতীর একমাত্র ছেলে।
ব্যবসার সুবাদে দীর্ঘ বছর ইছহাক তাঁতী ঢাকা ধানমন্ডি এলাকায় বসবাস করছেন। শিপিং ব্যবসায় তার বেশ সুনাম রয়েছে। অবশেষে জটিল রোগের কাছে হার মেনে তিনি মৃত্যুবরণ করেন। ওইদিন ঢাকায় প্রথম এবং চাঁদপুর শহরে দ্বিতীয় জানাজার নামাজ শেষে মরহুম ইছহাক তাঁতীর লাশ দাফন করা হয়েছে।
ইছহাক তাঁতীর মৃত্যুতে বিশিষ্ট শিল্পপতি হাকিমপুরী জর্দার মালিক শ্রেষ্ঠ করদাতা হাজী মোহাম্মদ কাউছ মিয়া গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন এবং প্রিয় শ্যালকের জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন, আমিন।

সর্বাধিক পঠিত