পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম আজ মতলব আসছেন


পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শামসুল আলম আজ ১৪ মার্চ সোমবার একদিনের সরকারি সফরে মতলব আসছেন। তিনি সকাল সাড়ে ১০টায় মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। পরে মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন। দুপুর আড়াইটায় মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইউজিডিপি’র আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উঁচু-নিচু বেঞ্চ বিতরণ করবেন। বিকেল ৩টায় মতলব নিউ হোস্টেল মাঠে বীর মুক্তিযোদ্ধা এএইচএম গিয়াস উদ্দিন স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা উপভোগ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন। পরে ঢাকার উদ্দেশ্যে সড়ক পথে যাত্রা করবেন।