• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

নারায়ণপুর ডিগ্রি কলেজের আয়োজনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন

প্রকাশ:  ১৩ মার্চ ২০২২, ১১:২৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট


 মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বর্ণাঢ্য ও যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনের জন্য জাতীয় কর্মসূচির সাথে মিল রেখে মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ডিগ্রি কলেজ দিবসের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে। কার্যক্রমের মধ্যে ছিল মুক্তিযোদ্ধার মুখ থেকে সরাসরি মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, বঙ্গবন্ধু ও বাংলাদেশ বিষয়ের ওপর রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা এবং সঙ্গীত প্রতিযোগিতা। গত ১২ মার্চ সকাল ১১টায় কলেজ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা, কলেজ গভর্নিং বডির সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান উদ্যাপন করা হয়েছে।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপনের কর্মসূচিটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদিত ৫০টি কর্মসূচির মধ্যে ৪৪নং কর্মসূচির আলোকে গৃহীত। কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিনের সভাপ্রধানে এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মুক্তার আহাম্মদের সঞ্চালনায় মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ বশির উল্লাহ সরকার, বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল হক মৃধা, উপাধ্যক্ষ মোঃ মোসলেহ উদ্দিন। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ারুল হক খন্দকার, মোঃ মোস্তফা কামাল এবং কলেজ গভর্নিং বডির সদস্য মোঃ ইসমাইল হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ড. আফম সাইফুর রহমান ভূঁইয়া। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন উম্মে শেফা। গীতা পাঠ করেন নিপা রাণী।
পরে অতিথিবৃন্দ রচনা, কবিতা আবৃত্তি ও সঙ্গীত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। কলেজের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিনসহ শিক্ষকবৃন্দ।
বীর মুক্তিযোদ্ধাগণ তাদের বক্তৃতায় মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতি তুলে ধরেন। শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে উদ্বুদ্ধ করেন। অনুষ্ঠানে কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।