• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

কচুয়ায় প্র্রগতি লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবি চেক হস্তান্তর

প্রকাশ:  ১৩ মার্চ ২০২২, ১১:২১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট


 প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ইসলামী বীমা তাকাফুল ডিভিশন কচুয়া সার্ভিসিং সেলের মৃৃত্যুদাবি চেক হস্তান্তর ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার দুপুরে কচুয়া পৌরসভাধীন মমতাজ টাওয়ারে অবস্থিত প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেড এর কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
কচুয়া সার্ভিসিং সেল ইনচার্জ মোঃ ইসহাক মিয়াজীর সভাপ্রধানে ও সিনিয়র কর্মকর্তা জসিম উদ্দিন মিয়াজীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্স তাকাফুল প্রকল্প প্রধান এম. মোসলেহ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান এম. আখতার হোসেন, কচুয়া বাজার পরিচালনা সমিতির সভাপতি জাকির হোসেন বাটা, চট্টগ্রাম বিভাগীয় অঞ্চলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম.এ. কাদের, বৃহত্তর কুমিল্লা অঞ্চলের জেনারেল ম্যানেজার দেলোয়ার হোসেন ভূঁইয়া। এছাড়াও বক্তব্য রাখেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ইসলামী বীমা তাকাফুল-এর দাউদ উপজেলার জেনারেল ম্যানেজার নূরে আলম, বীমা মোঃ শামীম ও ইউপি সদস্য মনির হোসেন। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওঃ মোঃ রাসেল হোসেন।
আলোচনা সভাশেষে অতিথিবৃন্দ মরহুম শাহ কামালের পরিবারকে ৯ লাখ ৯৬ হাজার ৬শ’ ২৫ টাকা ও মরহুম নূরুল হকের পরিবারকে ৫ লাখ ৪৮ হাজার ৮শ’ ৫৬ টাকার চেক প্রদান করেন।

সর্বাধিক পঠিত