• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

বর্ণাঢ্য আয়োজনে বলাখাল জে.এন. উচ্চ বিদ্যালয়ের ১৯৯১ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলন ও প্রাক্তন শিক্ষকদের সংবর্ধনা

প্রকাশ:  ১৩ মার্চ ২০২২, ১১:০২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট


 হাজীগঞ্জের ঐতিহ্যবাহী বলাখাল জে. এন. (যোগেন্দ্র নারায়ণ) উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি কলেজের এসএসসি ১৯৯১ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলন ও প্রাক্তন শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। শনিবার দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দু যুগব্যাপী দায়িত্বপালনকারী প্রতিষ্ঠানের প্রাক্তন প্রধান শিক্ষক ও অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা কাজী মোঃ শাহজাহান আলী। অনুষ্ঠানে তিনি স্মৃতিচারণ করে দীর্ঘ বক্তব্য রাখেন। সভাপ্রধানের দায়িত্ব পালন করেন উক্ত ব্যাচের পুনর্মিলন কমিটির আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবায়ের সৈয়দ, উপজেলা একাডেমিক সুপারভাইজার সুনির্মল দেউড়ি, সংবর্ধিত সাবেক শিক্ষক বিমল কান্তি দাশ, মফিজুল ইসলাম সরকার, মাওলানা আব্দুল আজিজ, মোঃ ইব্রাহিম, সুভাষ চন্দ্র সরকার, বর্তমানে কর্মরত ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোদেজা আক্তার, সিনিয়র শিক্ষক খোকন মজুমদার, বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন বিদ্যালয়ের ভূমিদাতা পরিবারের সদস্য সুখেন্দ্র নারয়াণ রায় চৌধুরী (সুন্টি) প্রমুখ।
অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন ১৯৮৬ ব্যাচের শিক্ষার্থী, হাজীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, ১৯৯৫ ব্যাচের শিক্ষার্থী, সরকারের উপ-সচিব জহিরুল ইসলাম, ’৯১ ব্যাচের শিক্ষার্থী শহিদুল ইসলাম, মিজানুর রহমান মজুমদার, জহিরুল আলম, কাওসার আলম, ফরহাদ মুন্সী, ইউসুফ আলী, ইয়াসিন খান, আহসান হাবীব, শাহজালাল দেওয়ান, হাসান আলী, রাধাকান্ত রাজু প্রমুখ।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলওয়াত করেন গিয়াসউদ্দিন ও গীতা পাঠ করেন দীপংকর চক্রবর্তী। ১৯৯১ ব্যাচের পুনর্মিলন উদ্যাপন কমিটির সদস্য সচিব কাজী মোঃ জহিরুল ইসলাম ও ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক মাসুদ খানের যৌথ সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভূমিদাতা পরিবারের প্রবীণতম ব্যক্তি ধীরেন্দ্র নারায়ণ রায় চৌধুরী,  হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইব্রাহিম খলিল, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাকির হোসেন, বলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া আক্তারসহ আরো দুটি সপ্রাবির প্রধান শিক্ষকবৃন্দ, বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, সাবেক ইউপি চেয়ারম্যান শফিক মীর প্রমুখ।
অনুষ্ঠানে উক্ত প্রতিষ্ঠানের সাবেক খ্যাতিমান শিক্ষক মোঃ সিরাজুল ইসলামসহ সকল প্রয়াত শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। প্রধান অতিথি কর্তৃক স্মরণিকার মোড়ক উন্মোচনকালে উপস্থিত ছিলেন স্মরণিকা উপ-কমিটির সম্পাদক কাওসার আলম, সদস্য সচিব মোঃ কামরুল হায়দার রনি ও শহিদুল ইসলাম। এরপর আমন্ত্রিত অতিথিবৃন্দ ও সংবর্ধিত শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা এবং অনুষ্ঠান শেষে সংবর্ধনা ক্রেস্টসহ উপহার তুলে দেন ১৯৯১ ব্যাচের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে সংবর্ধিত প্রাক্তন শিক্ষক হিসেবে আরো উপস্থিত ছিলেন আব্দুল বারী মজুমদার, আলী আহম্মেদ, রসময় দাশ, পরেশ চক্রবর্তী, বিজয় কৃষ্ণ পাল, নূর মোহাম্মদ ও সদ্য বিদায়ী অধ্যক্ষ আবু তাহের মজুমদার প্রমুখ।
রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান  আর র‌্যাফেল ড্র’য়ের পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের পর্দা টানা হয়।
উল্লেখ্য, ১৯৩০ সালে প্রতিষ্ঠিত বলাখাল যোগেন্দ্র নারায়ণ উচ্চ বিদ্যালয়ের ৯২ বছরের ইতিহাসে এই প্রথম ১৯৯১ সালের এসএসসি পরীক্ষার্থীদের ব্যাচ পুনর্মিলন অনুষ্ঠানের আয়োজন করে। এদের দৃষ্টান্ত অনুসরণ করে অন্যান্য ব্যাচ এমন পুনর্মিলন করবে বলে অধিকাংশ আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া প্রধান অতিথি কাজী মোঃ শাহজাহান আলী ও বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোদেজা আক্তারসহ অন্য ক’জন বক্তা ২০৩০ সালে বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদ্যাপনের বিষয়ে গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন।