চাঁদপুর পৌরসভায় পেনশনের বকেয়া এককালীন পরিশোধের উদ্যোগ
চাঁদপুর পৌরসভার প্রশাসন বিভাগের সাবেক অফিস সহকারী দ্বীন ইসলামকে পেনশনের এককালীন ১০ লাখ ৩৩ হাজার ৫শ’ ৮০ টাকার চেক প্রদান করলেন চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল। গত ২৭ ফেব্রুয়ারি দুপুর ১টায় চাঁদপুর পৌরসভার মেয়র কক্ষে এ চেক প্রদান করা হয়। অফিস সহকারী দ্বীন ইসলাম ২০১৪ সালে অবসরে যান। চেক প্রদানকালে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র হেলাল হোসাইন, ফরিদা ইলিয়াছ, পৌর সচিব আবুল কালাম আজাদ, পৌর হিসাবরক্ষণ কর্মকর্তা মশিউর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মফিজুল ইসলাম ও ক্যাশিয়ার মনিরুজ্জামান মানিক।
উল্লেখ্য, বর্তমান মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল দায়িত্বভার গ্রহণের পর থেকেই অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীগণের পেনশনের বকেয়া এককালীন পরিশোধের ব্যবস্থা করছেন।