• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরে গণটিকা : তিন দিনে প্রথম ডোজ টিকা নিলেন ২ লাখ ৮৪ হাজার ১৮৬ জন

প্রকাশ:  ০১ মার্চ ২০২২, ১২:২৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 করোনা ভাইরাসের প্রতিষেধক টিকাদান কার্যক্রমের অংশ হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের তিনদিনের ক্যাম্পেইনে চাঁদপুর জেলায় প্রথম ডোজ টিকা নিয়েছে প্রায় ২ লাখ ৮৪ হাজার ১৮৬ জন। গতকাল ২৮ ফেব্রুয়ারি সোমবার এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন।
তিনি বলেন, করোনার প্রথম ডোজ ক্যাম্পেইনের মাধ্যমে দেয়া হবে না। তবে আগের নির্ধারিত টিকাকেন্দ্রে প্রথম ডোজসহ দ্বিতীয় এবং বুস্টার ডোজ টিকা কার্যক্রম চলমান থাকবে।
২৬ ফেব্রুয়ারি বিশেষ টিকাদান কর্মসূচির প্রথম দিনে সারাদেশে ১ কোটি ২০ লাখ ডোজের বেশি টিকা দেয়া হয়। এর মধ্য চাঁদপুরে দেয়া হয় এক লাখেরও বেশি। পরে আরো দুদিন গণটিকা দেয়ার সময় বাড়ানো হলে তিনদিনে ২ লাখ ৮৪ হাজার ১৮৬জন টিকা নিতে পেরেছেন।
চাঁদপুরের হাজার হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে টিকাকেন্দ্রে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকা নিয়ে খুশি। মানুষের মধ্যে অভূতপূর্ব সাড়া পড়ায় বিশেষ ক্যাম্পেইনের কার্যক্রমের মেয়াদ সোমবার পর্যন্ত দুদিন বাড়ানো হয়।
দেশে গত বছর অর্থাৎ ২০২১ সালের ২৭ জানুয়ারি সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়। ওইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভারতের সিরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার টিকার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। পরবর্তী সময় ৭ ফেব্রুয়ারি থেকে গণটিকাদান কার্যক্রম শুরু হয়। বর্তমানে দেশে অ্যাস্ট্রাজেনেকার, ফাইজার, সিনোফার্ম, মডার্না, সিনোব্যাক ও জনসন অ্যান্ড জনসনের টিকা দেয়া হচ্ছে।

 

সর্বাধিক পঠিত