• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর চেম্বার অব কমার্সের মাস্ক বিতরণ

স্বাস্থ্য সচেতনতা রক্ষায় আমাদের অধিক সতর্কতা অবলম্বন করতে হবে : আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আখন্দ সেলিম

প্রকাশ:  ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১১:০০ | আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১২:০৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 স্বাস্থ্য সচেতনতা রক্ষায় চাঁদপুর চেম্বার অব কমার্সের উদ্যোগে জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা আওয়ামী লীগ, চাঁদপুর প্রেসক্লাব, চাঁদপুর ডায়াবেটিক হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, বাজার ব্যবসায়ী, শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়। মাস্ক বিতরণের ধারাবাহিকতায় গতকাল ২৭ ফেব্রুয়ারি রোববার সকালে চাঁদপুর পুরাণবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে মাস্ক বিতরণকালে চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব জাহাঙ্গীর আখন্দ সেলিম সকলকে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে বলেন, বৈশি^ক মহামারি থেকে আমরা এখনো সম্পূর্ণভাবে মুক্ত হতে পারিনি। বিশে^র অন্যান্য দেশের ন্যায় আমাদের দেশেও করোনার প্রভাব কিছুটা কমেছে। তাই বলে আমরা উদাসীন বা অসচেতন হলে হবে না। স্বাস্থ্য সচেতনতায় আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। হাত ধোয়াসহ নিয়মিত মাস্ক ব্যবহার করতে হবে। যারা এখনো করোনা প্রতিষেধক ভ্যাকসিন গ্রহণ করেননি, তারা অবশ্যই ভ্যাকসিন গ্রহণ করবেন। আমাদেরকে ভুলে গেলে চলবে না, বৈশি^ক মহামারি করোনার কারণে আমরা অনেক কিছু হারিয়েছি। কেউ হারিয়েছে প্রিয়জনকে, কেউ হারিয়েছে রুটি-রোজগারের অবলম্বন একমাত্র চাকুরি, আবার অনেকে হয়েছে বেকার। তাই স্বাস্থ্য সচেতনতা রক্ষায় আমাদের অধিক সতর্কতা অবলম্বন করতে হবে। করোনাকালীন সময় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন চাঁদপুর চেম্বার অব কমার্স স্বাস্থ্য সচেতনতা রক্ষায়, মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করেছে। খাদ্য সামগ্রী, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজারসহ শীতকালীন সময় আমরা অসহায় দুঃস্থ পরিবার-পরিজনদের মাঝে কম্বল বিতরণ করেছি। এসব কিছুই সম্ভব হয়েছে ব্যবসায়ী নেতৃবৃন্দসহ চেম্বার পরিচালকদের আন্তরিকতার কারণে। আমি মনে করি, সকলেই যদি আমরা স্বাস্থ্য সচেতন হই, তাহলে আমরা অবশ্যই করোনামুক্ত বাংলাদেশ গড়তে পারবো। তিনি শিক্ষার্থীদের লেখাপড়ায় অধিক মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে বিদ্যালয়টি ভালো ফলাফল অর্জন করায় শিক্ষক-শিক্ষার্থীদের অভিনন্দন জ্ঞাপন করেন।
মাস্ক বিতরণকালে চেম্বার নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন চাঁদপুর চেম্বার অব কমার্সের সিনিয়র সহ- সভাপতি সুভাষ চন্দ্র রায়, সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবর রহমান, সহকারী প্রধান শিক্ষক মোঃ আলী হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীগণ।

 

 

সর্বাধিক পঠিত