• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

প্রজ্জ্বলনের বার্ষিক বিনোদন সফর

প্রকাশ:  ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১০:৫৮ | আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১২:৩৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 ফরিদগঞ্জের সুবিধাবঞ্চিত শিশু শিক্ষা ও সামাজিক সংগঠনের আয়োজনে সংগঠনের শিক্ষক প্রতিনিধি ও স্বেচ্ছাসেবীদের নিয়ে সম্পন্ন হলো বার্ষিক বিনোদন সফর।
২৬ ফেব্রুয়ারি (শনিবার) সকালে ফরিদগঞ্জ থেকে ১৫ সদস্যর টিম কুমিল্লার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। আড়াই ঘন্টা পর গন্তব্যে পৌঁছায় প্রজ্জ্বলন টিম। কুমিল্লায় পৌঁছানোর আগে মাঝপথে নাস্তা করানো হয়। কুমিল্লায় পৌঁছে প্রথমে কুমিল্লা শালবন বিহার ও ময়নামতি জাদুঘরে প্রবেশ করে প্রজ্জ্বলন টিম। এরপর বৌদ্ধ মন্দির, ব্লু ওয়াটার পার্ক এবং কুমিল্লার বিভিন্ন দর্শনীয় স্থানে তারা যান।
বিনোদন সফরের আহ্বায়ক তৌহিদুর রহমান রণির পরিচালনা এবং সদস্য সচিব জাহিদুল ইসলাম রাসেলের তত্ত্বাবধানে সকালের নাস্তা, দুপুরের খাবার এবং সন্ধ্যার নাস্তার মধ্য দিয়ে প্রজ্জ্বলনের ১ম বর্ষ উপলক্ষে বিনোদন সফর শেষ হয়।
এতে অন্যান্যের মাঝে সংগঠনের প্রতিষ্ঠাতা খাদিজা তাসনীম, সদস্য সচিব শামীম হাসান, সদস্য সাকিব আহমেদ, তাহসিন মিলন,হাওয়া আক্তার, মিম, তাসলিমা, সালাউদ্দিন, শাকিল, সিয়াম, শামীম হোসেন যোগদান করেন।

সর্বাধিক পঠিত