• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

জাফর ওয়াজেদের সম্মানে চাঁদপুর প্রেসক্লাবের পিঠা উৎসব

প্রকাশ:  ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১১:০৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক, কবি-সাহিত্যিক ও পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদের সম্মানে পিঠা উৎসবের আয়োজন করেছে চাঁদপুর প্রেসক্লাব। বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাব কমিউনিটি সেন্টারে এ উৎসবের আয়োজন করা হয়।
নানান ধরনের পিঠার পসরা নিয়ে হাজির হয়েছেন চাঁদপুর প্রেসক্লাব সদস্যদের সহধর্মিণীরা। প্রায় ২০-২৫ ধরনের পিঠা দিয়ে সাজানো হয়েছে এই পিঠার আসর। পরবর্তীতে এদের মধ্য থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌসের পরিচালনায় উদ্বোধকের বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মাহবুবুর রহমান, সদর হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ সাজেদা পলিন, ডাঃ নোমান, ডাঃ জয়নব, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডঃ আবদুল্লাহ আল মামুন ও অ্যাডঃ সাইফুদ্দিন বাবু।
পিঠা উৎসবে পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেন, চাঁদপুর প্রেসক্লাব আমার সম্মানে যে পিঠা উৎসবের আয়োজন করেছে তাতে সত্যিই আমি মুগ্ধ। চাঁদপুরের সাংবাদিকরা সব দিক থেকে এগিয়ে রয়েছে। আমি চাঁদপুরের সাংবাদিকদের পাশে সবসময় আছি এবং থাকবো। পিঠার ঐতিহ্য ধরে রাখতে এই আয়োজন বিশেষ ভূমিকা রাখছে। পিঠা বাঙালির চিরায়ত সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অংশ। শীত আর পিঠা একে অপরের পরিপূরক।

সর্বাধিক পঠিত