• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মেঘনায় লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবি

প্রকাশ:  ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১১:১৪ | আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১১:৩৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ঢাকা থেকে বরিশাল যাওয়ার পথে একটি বাল্কহেডের সংঘর্ষে সুরভি-৭ লঞ্চে ফাটল ধরেছে।বাল্কহেডটি ডুবে গেছে।

বুধবার রাত ১১টায় মুন্সীগঞ্জের কাছে গজারিয়ায় মেঘনা নদীতে ঘটেছে এই দুর্ঘটনা। লঞ্চের মালিক রিয়াজুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাল্কহেডের ধাক্কায় লঞ্চের সামনের দিকে ফেটে গেছে।লঞ্চটি নদীর তীরে নোঙর করে রাখা হয়েছে। যাত্রীরা নিরাপদে আছেন। যাত্রীদের কীর্তন খোলা দশ নামের একটি লঞ্চে উদ্ধার করে আনার ব্যবস্থা করা হয়েছে।

এ দিকে বাল্কহেডটি ডুবে গেছে।পুলিশ ও কোস্ট গার্ড ঘটনা স্থলে পৌঁছেছে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএর বরিশাল বন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।

সর্বাধিক পঠিত