• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪৬তম বার্ষিক সভা

সমবায়ীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সকলকে এগিয়ে আসতে হবে : মেয়র আবুল খায়ের পাটওয়ারী

প্রকাশ:  ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১১:১২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির প্রশিক্ষণ হলে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন ফরিদগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী। তিনি বলেন, জাতির পিতার হাতে গড়া এ সমবায়কে বাঁচিয়ে রাখতে হবে। সমবায়ীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সকলকে এগিয়ে আসতে হবে। সমবায়ীদের সম্পত্তিগুলোর সঠিক রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনার জন্যে দক্ষ নেতৃত্ব প্রয়োজন আছে। আপনারা আগামীতে অবশ্যই দক্ষ নেতৃত্ব নির্বাচন করবেন। সমবায়ীদের সুনাম নষ্ট হয় এমন কিছু করা যাবে না।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ। পরিচালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান ভূঁইয়া।
উপস্থিত ছিলেন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ভাইস চেয়ারম্যান মামুনুর রহমান পাটওয়ারী, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু শামিম, সাবেক ভাইস চেয়ারম্যান ফখরুজ্জামান পাটওয়ারী, বর্তমান পরিচালক সাইফুল ইসলাম পাটওয়ারী, বিল্লাল হোসেন তালুকদার, মোতালেব পাটওয়ারী, মাওলানা হানিফ, ফজলুল হক, সাবেক পরিচালক মানিক চন্দ্র মাঝি, আমান উল্লাহ চৌধুরী, সমবায়ী ও আওয়ামী লীগ নেতা আবু জাফর মিজি, আব্বাস উদ্দিন বেপারী, জসিম উদ্দিন দিদার প্রমুখ।

সর্বাধিক পঠিত