পূর্ব শত্রুতার জের বলে অভিযোগ
কয়লাঘাটে আগুনে পুড়ে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানের ২০ লাখ টাকার ক্ষতি
চাঁদপুর শহরের ৬নং ওয়ার্ডের কয়লাঘাটে মধ্যরাতে আগুনে পুড়ে গেছে ৫টি ব্যবসা প্রতিষ্ঠান। আর এতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ২০ লাখ টাকার।
জানা যায়, কয়লাঘাট এলাকায় জনৈক হানিফ বেপারীর ব্যবসা প্রতিষ্ঠানে গত ১৫ ফেব্রুয়ারি দিবাগত রাত ২টার দিকে হঠাৎ করেই আগুনের সূত্রপাত ঘটলে স্থানীয় জনগণ ফায়ার সার্ভিস অফিসে খবর দেয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসার পূর্বেই একে একে ৫টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনের লেলিহান শিখায় পুরোপুরি পুড়ে যায়। নতুনবাজার ও পুরাণবাজার দুটি ফায়ার স্টেশনের সদস্যরা এসে প্রায় ২ঘন্টা যাবৎ চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানের এক মালিক জানান, ৫টি দোকানের প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি বলেন, গত কয়েক দিন পূর্বে আমার সাথে এলাকার স্থানীয় এক ব্যক্তির তুচ্ছ ঘটনা ঘটে। তখনই আমাকে হুমকি দিয়েছিলো যে, আমার বড় ধরনের ক্ষতি করবে। তাই আমার ধারণা, পূর্ব শত্রুতার জের ধরে তাদেরই কেউ এ আগুন লাগিয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, স্থানীয় জনগণের বক্তব্য অনুযায়ী আগুনের সূত্রপাত ঘটেছে ব্যবসায়ী হানিফ বেপারীর ব্যবসা প্রতিষ্ঠান থেকে। এরপর একে একে ৫টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে যায়। ধারণা করা হচ্ছে, কেউ হয়তো আগুন লাগিয়েছে। নতুবা চার্জকৃত অটোরিকশার ব্যাটারি বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত ঘটেছে।
প্রত্যেক ব্যবসায়ীর মালামাল পুড়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় নিঃস্ব হয়ে পড়েছেন তারা।