• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মৈশাদী ইউপির সাবেক চেয়ারম্যান মানিকের মাতার প্রথম মৃত্যুবার্ষিকী পালন

প্রকাশ:  ১৬ ফেব্রুয়ারি ২০২২, ১২:১০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিকের মাতা অবসরপ্রাপ্ত শিক্ষিকা মরহুমা মোসাম্মৎ মমতাজ বেগমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পবিত্র কোরআন খতম, কবর জিয়ারত এবং দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৫ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১০টায় মরহুমার মৈশাদীস্থ নিজ পাটওয়ারী বাড়িতে পবিত্র কোরআন খতম, কবর জিয়ারত এবং দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শাহতলী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন।
দোয়া অনুষ্ঠানের পূর্বে শাহতলী কামিল মাদ্রাসার সিনিয়র মৌলভী মাওলানা মিজানুর রহমানের পরিচালনায় মরহুমার জন্য দোয়া চেয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শাহতলী কামিল মাদ্রাসার গভর্নিং বডির সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, মরহুমার স্বামী প্রফেসর হাফেজ বশিরুল্লাহ, ৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম পাটওয়ারী ও মরহুমার বড় ছেলে  মৈশাদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেন চাঁদপুর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ মোঃ কামাল উদ্দিন আহমেদ, কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ও মৈশাদী বীর প্রতীক মমিন উল্লাহ পাটওয়ারী একাডেমির অধ্যক্ষ অধ্যাপক জালাল চৌধুরী, শাহতলী জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মোঃ হারুন-অর রশিদ, বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মোশারফ হোসেন, শাহতলী কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা ইয়াছিন মিয়াসহ সাংবাদিক, সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দোয়া ও মিলাদের পূর্বে শেষে মরহুমার কবর জিয়ারত করেন মুসল্লিগণ। কবর জিয়ারতে মোনাজাত পরিচালনা করেন শাহতলী কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা ইয়াছিন মিয়া।
উল্লেখ্য, মরহুমা মোসাম্মৎ মমতাজ বেগম গত ১৫ ফেব্রুয়ারি ২০২১ তারিখ (সোমবার) ভোর ৪টা ৩০ মিনিটের সময় বাধর্ক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মরহুমার মৈশাদীস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৬৮ বছর। তিনি মৃত্যুকালে স্বামী, ৩ ছেলে ও একমাত্র মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

সর্বাধিক পঠিত