মঙ্গলবার চাঁদপুরে ২৮ জনের করোনা শনাক্ত
গতকাল ১৫ ফেব্রুয়ারি মঙ্গলবার চাঁদপুর জেলায় ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৩.২৭ শতাংশ। এদিন ২১১ জনের করোনার স্যাম্পল পরীক্ষা করা হয়। তার মধ্যে শনাক্ত হয় ২৮ জন। শনাক্ত হওয়া ২৮ জনের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৮ জন, ফরিদগঞ্জের ৪ জন, হাজীগঞ্জের ১ জন, শাহরাস্তিতে ১০, মতলব দক্ষিণের ১, হাইমচরে ১ ও মতলব উত্তর উপজেলায় ৩ জন। চাঁদপুর সিভিল সার্জন অফিস থেকে এসব তথ্য জানা গেছে।
সূত্র থেকে আরো জানা যায়, গতকাল শনাক্ত হওয়া ২৮ জনসহ জেলায় এ পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ১শ’ ১১ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৫শ’ ৪৯ জন।
চাঁদপুরে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ২৪৪ জন। সুস্থ এবং মৃত্যুর সংখ্যা বাদ দিয়ে বাদবাকি ১৩৩৭ জন বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এছাড়া গতকাল সুস্থ হন ২০ জন। মোট আক্রান্তের মধ্যে উপজেলাভিত্তিক সংখ্যা হচ্ছে চাঁদপুর সদরে ৭৪৬০ জন, হাইমচরে ৮৯৯ জন, মতলব উত্তরে ৯৫৬ জন, মতলব দক্ষিণে ১৩৮১ জন, ফরিদগঞ্জে ১৯৭৯ জন, হাজীগঞ্জে ১৭১১ জন, কচুয়ায় ৯২৬ জন ও শাহরাস্তিতে ১৮১৮ জন। এছাড়া ঢাকা থেকে আগত ৪, লক্ষ্মীপুর থেকে ২, মতলব আইসিডিডিআরবি থেকে ৩০, কুমিল্লা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত ১ ও নারায়ণগঞ্জ থেকে আগত ১ জন।