• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি আজ চাঁদপুর আসছেন

প্রকাশ:  ১৬ ফেব্রুয়ারি ২০২২, ১১:৫৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডাঃ দীপু মনি আজ ১৬ ফেব্রুয়ারি বুধবার একদিনের সরকারি সফরে চাঁদপুর আসছেন। তিনি এদিন সকাল ১০টায় প্রথমে চাঁদপুর সার্কিট হাউজে, পরে শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ কদমতলার বাসভবনে উপস্থিত হবেন। সেখান থেকে বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হাইমচর উপজেলার নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদান করবেন। পরে সদর উপজেলা কমপ্লেক্সে অনুষ্ঠিত প্রাণিসম্পদ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। দুপুর সোয়া ১২টায় ফরিদগঞ্জ উপজেলার চরকুমিরা পাটোয়ারী বাড়িতে মুক্তিযুদ্ধের বিশিষ্ট সংগঠক, গণপরিষদ সদস্য অ্যাডঃ সিরাজুল ইসলামের সদ্যপ্রয়াত সহধর্মিণী ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমানের মা ছায়েরা খাতুনের কবর জিয়ারত করবেন। পরে দুপুর দেড়টায় শহরের কদমতলাস্থ বাসভবনে অবস্থান করবেন। দুপুর ২টায় একই স্থানে আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠন সমূহের স্থানীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় মিলিত হবেন। দু পুর ৩টায় তিনি ঢাকার উদ্দেশ্যে চাঁদপুর হতে যাত্রা করবেন।

সর্বাধিক পঠিত