• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ছেংগারচর বাজার পৌর বণিক সমবায় সমিতির নির্বাচন আজ

প্রকাশ:  ১৫ ফেব্রুয়ারি ২০২২, ১৫:০৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট


 আজ ১৫ ফেব্রুয়ারি মঙ্গলবার মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজার পৌর বণিক সমবায় সমিতি লিঃ-এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সমিতির ভোট গ্রহণ। ৪শ’ ৭৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
সভাপতি পদে মোঃ মোবারক হোসেন মুফতী ও মোহাম্মদ গিয়াস উদ্দিন এবং সাধারণ সম্পাদক পদে সিরাজুল ইসলাম সরকার ও আবু ইউসুফ লস্কর প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনী দায়িত্ব পালন করবেন ছেংগারচর বাজার পৌর বণিক সমবায় সমিতি লিঃ-এর নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আবু জাফর সরকার ডালিম, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ নাজমুল খান ও মামুন মিয়া।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছেংগারচর বাজার পৌর বণিক সমবায় সমিতি লিঃ-এর ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি পদে জাকির হোসেন জুয়েল, সদস্য পদে সাংবাদিক মনিরুল ইসলাম মনির, নূর মোহাম্মদ খান, মোঃ মিজানুর রহমান, রহমত উল্লাহ সরকার, আফরোজা মাসুদ, আলাউদ্দিন, সাখাওয়াত হোসেন, মোহাম্মদ মিন্টু ও নাসির উদ্দিন খোকা নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আবু জাফর সরকার ডালিম বলেন, ব্যবসায়ীদের নিয়ে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দেওয়াই আমাদের লক্ষ্য। নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ব্যবস্থাগ্রহণ করা হয়েছে।

সর্বাধিক পঠিত