• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

বসন্তের প্রেমে ‘মোলহেড’ সেজেছে ভালোবাসার রঙে

প্রকাশ:  ১৫ ফেব্রুয়ারি ২০২২, ১৫:০৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট


পদ্মা-মেঘনা-ডাকাতিয়া তিন নদীর মিলনস্থল ঘিরে চাঁদপুর শহর রক্ষা বাঁধের বেষ্টনি, যেটি চাঁদপুর বড় স্টেশন ‘মোলহেডে’। এখানে যাত্রী ও পণ্যবাহী নৌযান চলাচল আর মাছ ধরার দৃশ্য এক অন্যরকম আবহ তৈরি করে রেখেছে প্রকৃতিপ্রেমীদের জন্যে। প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা পর্যটন এলাকা ‘মোলহেডে’ গেলে মুগ্ধ না হয়ে কারো উপায় নেই!
প্রেমিক-প্রেমিকা, স্বামী-স্ত্রী কিংবা পরিবার-পরিজনসহ গতকাল ‘মোলহেড’ ছিলো লোকে লোকারণ্য। আপন মনে ঘুরতে আসা মানুষজন ঋতুরাজ বসন্তের প্রথম দিন ও বিশ^ ভালোবাসার দিবসটি ভালভাবেই উপভোগ করেছে। বসন্তের প্রেমে ‘মোলহেড’ সেজেছে ভালোবাসার রঙে। ছবি ও প্রতিবেদন : মিজানুর রহমান।

সর্বাধিক পঠিত