পুরান বাজার ডিগ্রি কলেজ ভালো ফলাফল অর্জন করায় জাহাঙ্গীর আখন্দ সেলিমের অভিনন্দন
চাঁদপুরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান পুরান বাজার ডিগ্রি কলেজ এ বছর এইচএসসিতে ভালো ফলাফল অর্জন করায় শিক্ষক, অভিভাবক ও কৃতী ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আখন্দ সেলিম। তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, অনেক চেষ্টা ও পরিশ্রমের ফলে ব্যবসায়ীদের অর্থিক সহযোগিতায় গড়ে তোলা হয় পুরান বাজার কলেজ। পরবর্তীতে প্রশাসন, শিক্ষা মন্ত্রণালয় ও গভর্নিং বডির আন্তরিক প্রচেষ্টায় কলেজটি ডিগ্রি কলেজে উত্তীর্ণ হয়। আজ কলেজটি ভালো ফলাফল অর্জনের মধ্য দিয়ে তার কাক্সিক্ষত স্থানে পৌঁছার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। কলেজটির এমন সফলতায় আমি কলেজ গভর্নিং বডির সভাপতি শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি, কলেজ অধ্যক্ষ রতন কুমার মজুমদার, শিক্ষকম-লী, কৃতী ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জ্ঞাপন করছি। আশা করি, আগামী দিনগুলোতেও ভালো ফলাফলের লক্ষ্যে সুযোগ্য শিক্ষকম-লী এমনি করে তাদের শ্রম আর মেধা দিয়ে ছাত্র-ছাত্রীদের সহায়ক হবেন।
এ বছর কলেজটি হতে ৫শ’ ৮৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে কৃতকার্য হয় ৫শ’ ৮২ জন। জিপিএ-৫ অর্জন করে ৩৭ জন। পাসের হার ৯৯.১৫ শতাংশ।