• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিভিল সার্জনের শোক

প্রকাশ:  ১৫ ফেব্রুয়ারি ২০২২, ১৪:৫০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট


চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক গণপরিষদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা অ্যাডঃ সিরাজুল ইসলাম সাহেবের সহধর্মিণী এবং ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমানের মাতা ছায়েরা খাতুনের মৃত্যুতে জেলা প্রশাসন, চাঁদপুর ও বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন, চাঁদপুর জেলা শাখার পক্ষ থেকে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ শোক জানিয়েছেন। একই সাথে চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম (বার) জেলা পুলিশের পক্ষ থেকেও শোক জানিয়েছেন। সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ শাহাদাৎ হোসেন জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে শোক জানিয়েছেন। এক শোক বার্তায় তাঁরা মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।