• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

শিক্ষামন্ত্রীর শোক

প্রকাশ:  ১৫ ফেব্রুয়ারি ২০২২, ১৪:৪৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

১৯৭০ সালের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে নির্বাচিত গণপরিষদের সদস্য, মুক্তিযুদ্ধের বিশিষ্ট সংগঠক, বীর মুক্তিযোদ্ধা, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক প্রয়াত অ্যাডঃ সিরাজুল ইসলাম সাহেবের সহধর্মিণী, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও  নৌকা প্রতীকে নির্বাচিত ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান ও জেলা আওয়ামী লীগ নেতা ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডঃ সাইয়্যেদুল ইসলাম বাবুর মমতাময়ী  মা ছায়েরা খাতুনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।
উল্লেখ্য, তিনি গতকাল ১৪ ফেব্রুয়ারি দুপুর ২টা ৪৫ মিনিটের সময় ঢাকাস্থ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিলো ৭৪ বছর। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মন্ত্রী এক শোকবার্তায় মরহুমার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।