• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মতলব উত্তরে জেলেদের মাঝে গরু বিতরণ

দেশের উন্নয়ন বিশ্বব্যাপী রোড মডেল :অ্যাডঃ নূরুল আমিন রুহুল এমপি

প্রকাশ:  ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১১:১০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 আলহাজ্ব অ্যাডঃ নূরুল আমিন এমপি রুহুল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার মানুষকে ভালোবাসেন। তাই তিনি নিজের জীবনবাজি রেখে দেশের মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। দেশের উন্নয়ন বিশ্বব্যাপী রোড মডেল। এজন্যে নিবন্ধিত জেলেদের বিকল্প কর্মসংস্থান হিসেবে উপহার স্বরূপ উপজেলায় ১০ জেলের মাঝে গরুর বকনা বাছুর বিতরণ করা হয়েছে। এ ধারাবাহিকতায় উপজেলার বাকি সুবিধাভোগী জেলেদের এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে। মতলব উত্তর উপজেলায় ২০২১-২২ অর্থবছরে ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প’-এর আওতায় নিবন্ধিত জেলেদের মাঝে বিকল্প আয়বর্ধনমূলক কার্যক্রমে ১০টি গরু উপকরণ হিসেবে বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন ।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে আজ এগিয়ে যাচ্ছে। তার নির্দেশেই জেলা ও উপজেলার সকল সরকারি কর্মকর্তা দেশের উন্নয়নের স্বার্থে একযোগে কাজ করে যাচ্ছেন।
রোববার ১৩ ফেব্রুয়ারি দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণের বটতলায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার দপ্তরের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস ও জেলা মৎস্য অফিসার মোঃ গোলাম মেহেদী হাসান।
উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি হেদায়েত উল্লা, প্রকল্প পরিচালক শামসুল আলম পাটোয়ারী, ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ, ফরাজিকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ রেজাউল করিম, ষাটনল ইউপি চেয়ারম্যান ফেরদৌস আলম প্রমুখ।

 

সর্বাধিক পঠিত