• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

শাহরাস্তিতে আলিম পরীক্ষার ফলাফলে ছয় মাদ্রাসায় শতভাগ অর্জন

প্রকাশ:  ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১১:১০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 শাহরাস্তিতে আলিম পরীক্ষার ফলাফলে ৬টি মাদ্রাসার শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে। উপজেলার ১০টি মাদ্রাসা থেকে ৩১৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৩১৪ জন কৃতকার্য হয়েছে। পাসের হার ৯৮.৪৩।
মাদ্রাসাগুলোর মধ্যে আহম্মদনগর আব্দুল আজিজ আলিম মাদ্রাসা থেকে ৪০ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই কৃতকার্য হয়েছে। পাসের হার শতভাগ। এদের মধ্যে ১৮ জন এ, ১১ জন এ মাইনাস, ৯ জন বি ও ২ জন সি গ্রেড পেয়েছে।
পরাণপুর ফাযিল মাদ্রাসা থেকে ১৮ জন অংশ নিয়ে ১৮ জন কৃতকার্য হয়েছে। পাসের হার শতভাগ। এদের মধ্যে ৬ জন এ, ৭ জন এ মাইনাস, ৪ জন বি ও ১ জন সি গ্রেড পেয়েছে।
চিতোষী সুলতানিয়া ফাযিল মাদ্রাসা থেকে ৪৭ জন অংশ নিয়ে ৪৭ জন কৃতকার্য হয়েছে। পাসের হার শতভাগ। এদের মধ্যে ১৪ জন এ, ২১ জন এ মাইনাস, ১০ জন বি ও ২ জন সি গ্রেড পেয়েছে।
গাউছিয়া হাসেমিয়া সেকান্দর আলী সুন্নিয়া ফাযিল মাদ্রাসা থেকে ৩৮ জন অংশ নিয়ে ৩৮ জন কৃতকার্য হয়েছে। পাসের হার শতভাগ। এদের মধ্যে ১৪ জন এ, ১৮ জন এ মাইনাস, ৬ জন বি গ্রেড পেয়েছে।
রাগৈ ইসলামিয়া আলি মাদ্রাসা থেকে ৩৭ জন অংশ নিয়ে ৩৭ জন কৃতকার্য হয়েছে। পাসের হার শতভাগ। এদের মধ্যে ১০ জন এ, ২৪ জন এ মাইনাস, ২ জন বি ও ১ জন সি গ্রেড পেয়েছে।
শেখ ফজিলতেন নেছা মুজিব মহিলা মাদ্রাসা থেকে ১৭ জন অংশ নিয়ে ১৭ জন কৃতকার্য হয়েছে। পাসের হার শতভাগ। এদের মধ্যে ২ জন এ প্লাস, ১২ জন এ, ৩ জন এ মাইনাস পেয়েছে।
ভোলদিঘি কামিল মাদ্রাসা থেকে ৩৭ জন অংশ নিয়ে ৩৬ জন কৃতকার্য হয়েছে। পাসের হার ৯৭.৩০। এদের মধ্যে ২ জন এ প্লাস, ২২ জন এ, ৯ জন এ মাইনাস, ২ জন বি ও ১ জন সি গ্রেড পেয়েছে।
রাজাপুরা আল আমিন ফাযিল মাদ্রাসা থেকে ২৪ জন অংশ নিয়ে ২২ জন কৃতকার্য হয়েছে। পাসের হার ৯০.৬৬। এদের মধ্যে ৮ জন এ, ৮ জন এ মাইনাস, ৩ জন বি ও ৩ জন সি গ্রেড পেয়েছে।
নুনিয়া ইসলামিয়া ফাযিল মাদ্রাসা থেকে ৩৬ জন অংশ নিয়ে ৩৫ জন কৃতকার্য হয়েছে। পাসের হার ৯৭.২২। এদের মধ্যে ১৬ জন এ, ১০ জন এ মাইনাস, ৭ জন বি ও ২ জন সি গ্রেড পেয়েছে।

সর্বাধিক পঠিত