একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এবার ভিন্নমাত্রা
একুশ উদ্যাপন পরিষদের জাগরণী, প্রভাত ফেরি ও সাংস্কৃতিক অনুষ্ঠান
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কী ভুলিতে পারি’ অমর একুশে স্মরণে এটি এখনো কালজয়ী হয়ে আছে। অন্যান্য বছরের ন্যায় এবারো মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় এবং সরকারের দেয়া স্বাস্থ্যবিধি মেনে উদ্যাপনের লক্ষ্যে চাঁদপুরের সাংস্কৃতিক অঙ্গণের পক্ষ থেকে একুশ উদ্যাপন পরিষদের ব্যানারে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
১২ ফেব্রুয়ারি শনিবার বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট চাঁদপুর জেলা শাখার সভাপতি তপন সরকার। এ সময় কর্মসূচি প্রণয়ন নিয়ে বক্তব্য রাখেন থিয়েটার ফোরাম চাঁদপুরের সভাপতি নাট্যজন শহীদ পাটোয়ারী, মুক্তিযুদ্ধের বিজয় মেলার মহাসচিব ও চাঁদপুর সাংস্কৃতিক চর্চাকেন্দ্রের সাধারণ সম্পাদক হারুন আল রশীদ, স্বরলিপি নাট্যগোষ্ঠীর সভাপতি এমআর ইসলাম বাবু, অনুপম নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক গোবিন্দ ম-ল, কণ্ঠশিল্পী বিরেন সাহা প্রমুখ। সঞ্চালনায় ছিলেন অনন্যা নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক বিশিষ্ট কণ্ঠশিল্পী মৃণাল সরকার।
সভায় গৃহীত সিদ্ধান্তের মধ্যে রয়েছে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিহিত অবস্থায় ২০ ফেব্রুয়ারি রাত ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক সংগঠক ও শিল্পীদের সমাবেশ। রাত ১১টায় শুরু হবে একুশের জাগরণী (এতে থাকবে ঠেলাগাড়ি চালিয়ে শিল্পীদের পরিবেশনায় একুশের গান পরিবেশন) পুরো শহর প্রদক্ষিণ শেষে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে উপস্থিতি ও সম্মিলিত সাংস্কৃতিক জোট, থিয়েটার ফোরাম ও চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের পক্ষ থেকে রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ।
২১ ফেব্রুয়ারি ভোর ৬টা থেকে প্রভাত ফেরি সহকারে কেন্দ্রীয় শহীদ মিনারে স্ব স্ব সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ। বিকেল ৩টায় চাঁদপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে থাকবে কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক সঙ্গীত ও নৃত্য এবং সর্বশেষ পথনাটক পরিবেশন হবে। অংশগ্রহণে : বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ, সপ্তসুর সঙ্গীত একাডেমি, সুরধ্বনি সঙ্গীত বিদ্যালয়, উদীচী শিল্পগোষ্ঠী, হাজীগঞ্জ শারদা দেবী সঙ্গীত নিকেতন, অনন্যা নাট্যগোষ্ঠী, নৃত্যাঙ্গণ, সপ্তরূপা নৃত্য শিক্ষালয়, নৃত্যধারা নৃত্য প্রতিষ্ঠান, রঙধনু সৃজনশীল নৃত্য প্রতিষ্ঠান, স্বপ্নকুঁড়ি সাংস্কৃতিক সংগঠন।
উল্লেখিত প্রতিষ্ঠান ছাড়াও অনুষ্ঠান করতে আগ্রহী সংগঠন সমূহকে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। যোগাযোগের মাধ্যম : তপন সরকার, সভাপতি, সম্মিলিত সাংস্কৃতিক জোট, চাঁদপুর।