আবারো ফলাফলের শীর্ষে ড. মনসুরউদ্দীন মহিলা কলেজ
কচুয়ায় এইচএসসি ও আলিমে জিপিএ-৫ পেয়েছে ৪১৯ জন
পাসের হার ৯৬.০২ শতাংশ
কচুয়ায় এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৩৯৩জন ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ২৬ জন, পাসের হার ৯৬.০২%। এইচএসসিতে ২হাজার ৪শ’ ৮৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ২ হাজার ৪শ’ ৬৮জন কৃতকার্য হয়। পাসের হার ৯৯.২৭%। তন্মধ্যে ড. মনসুরউদ্দীন মহিলা কলেজ, আশেক আলী স্কুল এন্ড কলেজ ও চাঁদপুর এমএ খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের শতভাগ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। ৮৫ জন জিপিএ-৫ পেয়ে নবমবারের মতো শতভাগ ফলাফল অর্জন করে উপজেলা পর্যায়ে শীর্ষ স্থানে রয়েছে ড. মনসুরউদ্দীন মহিলা কলেজ। অপর দিকে আলিম পরীক্ষায় ৪৪২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৪৪১ জন কৃতকার্য হয়। পাসের হার ৯৯.৭৭%। ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে একটি মাত্র মাদ্রাসা ব্যতীত ১২টি প্রতিষ্ঠানই শতভাগ ফলাফল অর্জন করেছে।
পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজে ৪৩১ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ৪২৬ জন উত্তীর্ণ হয়, যার মধ্যে ১১২ জন জিপিএ-৫ পেয়েছে। আশেক আলী খান স্কুল এন্ড কলেজে ৩০৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৬৫ জন জিপিএ-৫সহ সবাই কৃতকার্য হয়েছে।