• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

শাহরাস্তিতে এইচএসসির ফলাফল সন্তোষজনক

জিপিএ-৫ পেয়েছে ১৯২ জন

প্রকাশ:  ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১১:০৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

শাহরাস্তিতে ২০২১ সনের এইচএসসির ফলাফল সন্তোষজনক হয়েছে। উপজেলার ৫টি কলেজ থেকে মোট ১ হাজার ৬শ’ ৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১ হাজার ৫শ’ ৯২ জন কৃতকার্য হয়েছে। পাসের হার ৯৯.৩১%। জিপিএ-৫ পেয়েছে ১৯২।
করফুলেন্নেছা সরকারি মহিলা কলেজ থেকে ২শ’ ৫৮ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই কৃতকার্য হয়েছে। পাসের হার শতভাগ। এদের মধ্যে ৩৯ জন জিপিএ-৫, ১শ’ ৪৬ জন এ, ৫৭ জন এ মাইনাস, ১৪ জন বি ও ২ জন সি গ্রেড পেয়েছে।
মেহের ডিগ্রি কলেজ থেকে ২শ’ ৯৪ জন অংশ নিয়ে ২শ’ ৯৩ জন কৃতকার্য হয়েছে। পাসের হার ৯৯.৬৬। এদের মধ্যে ৩৬ জন জিপিএ-৫, ১শ’ ৮০ জন এ, ৬৭ জন এ মাইনাস, ৯ জন বি ও ১ জন সি গ্রেড পেয়েছে।
সূচীপাড়া ডিগ্রি কলেজ থেকে ৫শ’ ৮ জন অংশ নিয়ে ৫শ’ ৩ জন কৃতকার্য হয়েছে। পাসের হার ৯৯.০২। এদের মধ্যে ৭৮ জন এ প্লাস, ২শ’ ৩৬ জন এ, ১৪২ জন এ মাইনাস, ৪২ জন বি ও ৫ জন সি গ্রেড পেয়েছে।
চিতোষী ডিগ্রি কলেজ থেকে ২শ’ ৮১ জন অংশ নিয়ে ২শ’ ৮০ জন কৃতকার্য হয়েছে। পাসের হার ৯৯.৬৪। এদের মধ্যে ২৫ জন জিপিএ-৫, ১শ’ ৯০ জন এ, ৫৩ জন এ মাইনাস, ৮ জন বি ও ৪ জন সি গ্রেড পেয়েছে।
খিলাবাজার স্কুল এন্ড কলেজ থেকে ১শ’ ৪৪ জন অংশ নিয়ে ১শ’ ৪৪ জন কৃতকার্য হয়েছে। পাসের হার শতভাগ। এদের মধ্যে ০৭ জন জিপিএ-৫, ৭৮ জন এ, ৩৪ জন এ মাইনাস, ২০ জন বি ও ৫ জন সি গ্রেড পেয়েছে।
এছাড়া চিতোষী ডিগ্রি কলেজের বিএম শাখা থেকে ১১৮ জন পরীক্ষা দিয়ে ১১৪ জন কৃতকার্য হয়েছে। পাসের হার শতকরা ৯৫.২৮। এদের মধ্যে ৭ জন জিপিএ-৫, ১শ’ ০৬ জন এ ও ১ জন মাইনাস পেয়েছে।