• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

এইচএসসিতে জেলার শীর্ষে চাঁদপুর সরকারি কলেজ

৪৬২ জনের মধ্যে ২২৩ জন পেয়েছে জিপিএ-৫

প্রকাশ:  ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১০:৪৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুর জেলার মোট ৬২টি কলেজের মধ্যে চলতি বছরের এইচএসসি পরীক্ষার ঘোষিত ফলাফলে জেলার শীর্ষ স্থানে রয়েছে চাঁদপুর সরকারি কলেজ।
জানা যায়, এবারের এইচএসসি পরীক্ষায় চাঁদপুর সরকারি কলেজ থেকে ৩টি বিভাগে মোট ৪৬২ জন পরীক্ষার্থী অংশ নেয়। তন্মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে অংশ নিয়েছে ১৫৬ জন পরীক্ষার্থী। এ বিভাগে সকল শিক্ষার্থী পাস করেছে। পাসের হার শতভাগ, আর জিপিএ-৫ পেয়েছে ১৪৭ জন।
মানবিক বিভাগ থেকে ১৬৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১৬৫ জনই পাস করে, পাসের হার শতভাগ এবং জিপিএ-৫ পেয়েছে ৫০ পরীক্ষার্থী। ব্যবসা শিক্ষা বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিয়েছে ১৪১ জন পরীক্ষার্থী, পাস করেছে ১৩৯ জন, জিপিএ-৫ পেয়েছে ২৬ জন। পাসের হার ৯৮.৫৮ শতাংশ।
শুধুমাত্র ব্যবসা শিক্ষা শাখায় ২ জন পরীক্ষার্থী ফেল করায় পাসের হার ৯৯.৫৭ শতাংশ দাঁড়িয়েছে।
এক কথায় জেলার শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান চাঁদপুর সরকারি কলেজটি চলতি বছরের ঘোষিত ফলাফলে জেলার শীর্ষ অবস্থানে রয়েছে। জেলার সর্বোচ্চ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানও কলেজটি।
জানা যায়, চাঁদপুর সরকারি কলেজের অতীত ঐতিহ্য অক্ষুণœ রাখতে বর্তমান অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশের নেতৃত্বে শিক্ষকবৃন্দের আপ্রাণ চেষ্টা অব্যাহত রয়েছে। আগামীতে আরো ভালো ফলাফলের আশায় রয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানটি।
ছবি-২৫
কলেজের ইতিহাসের সেরা ফলাফল : অধ্যক্ষ
গোলাম মোস্তফা ॥ এবারের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ইতিহাসের সেরা ফলাফল অর্জন করেছে চাঁদপুর সরকারি কলেজ। জেলার সর্বোচ্চ এই বিদ্যাপীঠ থেকে এ বছর শতকরা ৯৯.৫৭% পাস করার পাশাপাশি জিপিএ ফাইভ পেয়েছে ২২৩ জন শিক্ষার্থী। এ ফলাফল এইচএসসি পরীক্ষায় অতীতের সকল রেকর্ড ভেঙ্গে দিয়েছে। পরীক্ষায় অংশ নেয়া সর্বমোট ৪৬২ জন শিক্ষার্থীর মধ্যে ২জন অনুপস্থিত থাকায় বোর্ড থেকে এই ২ জনকেই অকৃতকার্য দেখানো হয়েছে। আর এই ২ জন অকৃতকার্য বাদে সকলেই কৃতকার্য হয়েছে।
এ বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ বলেন, এটি আমাদের জন্য খুবই আনন্দের সংবাদ। কারণ এ বছর চাঁদপুর সরকারি কলেজ ইতিহাসের সবচেয়ে সেরা ফলাফল অর্জন করেছে। আমি এই সাফল্যের জন্যে আমার প্রিয় শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকদের আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এই করোনাকালীন দুর্যোগের মধ্যে সকলের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এই ফলাফল আমরা পেয়েছি। বিশেষ করে কৃতজ্ঞতা প্রকাশ করছি চাঁদপুর সদর আসনের মাননীয় সাংসদ ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি মহোদয়ের কাছে। তাঁর সঠিক দিকনির্দেশনায় চাঁদপুর সরকারি কলেজের সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছি।
তিনি আরো বলেন, আমি চাঁদপুরবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা সবসময় এই প্রতিষ্ঠানটির এগিয়ে চলায়  নানাভাবে সহযোগিতা করছে। আগামী দিনেও চাঁদপুরের সর্বস্তরে জনগণের সহযোগিতা কামনা করছি।

সর্বাধিক পঠিত