• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

এইচএসসিতে জেলায় পাসের হার ৯৮ শতাংশ

৬২ কলেজ থেকে ১৭ হাজার ৭শ’ ১৩ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৭ হাজার ৩শ’ ৫৮ জন ॥ জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ১শ’ ৯৪ জন

প্রকাশ:  ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১০:৪৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 এ বছর এইচএসসি পরীক্ষায় চাঁদপুর জেলার ৬২টি কলেজের বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে ১৭ হাজার ৭শ’ ১৩ জন ছাত্র-ছাত্রী অংশ নিয়েছে। এর মধ্যে পাস করেছে ১৭ হাজার ৩শ’ ৫৮ জন ছাত্র-ছাত্রী। পাসকৃতদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ১শ’ ৯৪ জন শিক্ষার্থী। জেলায় মোট পাসের হার ৯৮ শতাংশ।
চাঁদপুর জেলা শিক্ষা অফিস থেকে প্রাপ্ত ফলাফলে দেখা যায়, চাঁদপুর সদর উপজেলার ১২টি কলেজ থেকে ৪ হাজার ৮২ জন শিক্ষার্থী এ বছর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। তন্মধ্যে পাস করে ৩ হাজার ৯শ’ ৭০ জন। জিপিএ-৫ পেয়েছে ৭শ’ ৭২ জন। পাসের হার ৯৭.২৬ শতাংশ।
শাহরাস্তি উপজেলার ৫টি কলেজ থেকে ১ হাজার ৬শ’ ৩ জন পরীক্ষার্থী অংশ নেয়। তন্মধ্যে পাস করে ১ হাজার ৫শ’ ৯২ জন। জিপিএ-৫ পেয়েছে ১শ’ ৯২ জন। পাসের হার ৯৯.৩১ শতাংশ।
হাজীগঞ্জ উপজেলার ৯টি কলেজ থেকে ৩ হাজার ১শ’ ২১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৩ হাজার ৩১ জন। জিপিএ-৫ পেয়েছে ৪শ’ ৫ জন। পাসের হার ৯৭.১২ শতাংশ।
কচুয়া উপজেলার ৯টি কলেজ থেকে অংশ নিয়েছে ২ হাজার ৪শ’ ৮৬ জন পরীক্ষার্থী। পাস করেছে ২ হাজার ৪শ’ ৬৮ জন। জিপিএ-৫ পেয়েছে ৩শ’ ৯৩ জন। পাসের হার ৯৯.২৮ শতাংশ।
মতলব উত্তর উপজেলার ১১টি কলেজ থেকে ২ হাজার ২শ’ ৭০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করে ২ হাজার ২শ’ ৩১ জন। জিপিএ-৫ পেয়েছে ৭৫ জন। পাসের হার ৯৮.২৮ শতাংশ।
মতলব দক্ষিণ উপজেলার ৬টি কলেজ থেকে অংশ নিয়েছে ১ হাজার ২৭৭ জন পরীক্ষার্থী। পাস করেছে ১ হাজার ২শ’ ৯ জন। জিপিএ-৫ পেয়েছে ৮১ জন। পাসের হার ৯৪.৬৮ শতাংশ।
ফরিদগঞ্জ উপজেলার ৮টি কলেজ থেকে ২ হাজার ২শ’ ৩৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ২ হাজার ২১৯ জন। জিপিএ-৫ পেয়েছে ২শ’ ২০ জন। পাসের হার ৯৯.৩৩ শতাংশ।
হাইমচর উপজেলার ২টি কলেজ থেকে ৬শ’ ৪০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৬শ’ ৩৮ জন। জিপিএ-৫ পেয়েছে ৫৬ জন। পাসের হার ৯৯.৬৯ শতাংশ।

সর্বাধিক পঠিত